বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) ভারতের হারের পরে ‘গেল গেল’ রব তোলার কারণ দেখছেন না টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বক্তব্য, ভারতে ক্রিকেট প্রতিভার অভাব নেই। একাধিক তরুণ ক্রিকেটার ঘরোয়া টুর্নামেন্টে রান করছেন। তাঁদেরও টেস্ট দলে দেখতে চান সৌরভ। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক আলাদা করে হার্দিক পাণ্ডিয়ার কথা বলছেন। তাঁকে টেস্ট দলে দেখতে চান মহারাজ। সৌরভ বলছেন, ”কেবলমাত্র একটা হারের প্রেক্ষিতে সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। ভারতে প্রতিভার অভাব নেই। তবে বিরাট ও পূজারার জায়গায় অন্য কাউকে ভাবার সময় এখনও আসেনি। কোহলি এখন মাত্র ৩৪।
ভারতে যে প্রচুর প্রতিভা রয়েছে, সেই প্রসঙ্গে মহারাজ বলছেন, ”ভারতে প্রচুর প্রতিভা রয়েছে। ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত সব প্লেয়ার রয়েছে। তারা রানও করছে। কখন তাদের সুযোগ দেওয়া হবে, সেটা স্থির করতে হবে নিজেদেরই। জয়সওয়াল, পাতিদার রয়েছে, বাংলার হয়ে প্রচুর রান করা অভিমন্যু ঈশ্বরণও রয়েছে। শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড় তরুণ ক্রিকেটার। আশা করি হার্দিক পাণ্ডিয়া শুনছে। আমি দেখতে চাই পাণ্ডিয়া টেস্ট ক্রিকেট খেলছে।”
২০১৮ সালের এশিয়া কাপে পিঠে চোট পেয়েছিলেন পান্ডিয়া। ২০২২ সালের গোড়া থেকে এই অলরাউন্ডার সীমিত ওভারের ক্রিকেটে নিজের সেরা ফর্ম খুঁজে পেয়েছেন। অধিনায়ক হিসেবেও পরিণত হয়ে উঠেছেন পান্ডিয়া। গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করিয়েছেন। এবারও তাঁর ক্যাপ্টেন্সিতে গুজরাট আইপিএল ফাইনালে পৌঁছেছিল। টি-টোয়েন্ট ও ওয়ানডে ফরম্যাটেও দেশকে নেতৃত্ব দেন পাণ্ডিয়া। চোট সারিয়ে ফেরার পরে টেস্ট ক্রিকেটে আর ফেরেননি তিনি।
উল্লেখ্য, ১১টি টেস্টে পাণ্ডিয়ার রান ৫৩২। চারটি পঞ্চাশ এবং একটি সেঞ্চুরি করেছেন। ১৭টি উইকেট নিয়েছেন টেস্টে। এর মধ্যে পাঁচ উইকেটও সংগ্রহ করেছেন। সৌরভ চান পাণ্ডিয়া টেস্ট ক্রিকেটে ফিরুন। বল এখন হার্দিক পাণ্ডিয়ার দখলে।