Sourav and Amit Shah: সৌরভের পাশে বসে সদলে নৈশভোজ শাহের, ডোনা সাজিয়ে দিলেন পঞ্চব্যঞ্জন, মিষ্টি দই

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন অমিত শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী। নৈশভোজে মহারাজের সঙ্গে এক টেবিলে শাহ, অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, স্বপন দাসগুপ্ত, সুকান্ত মজুমদার এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

বিজেপির একটি সূত্রের দাবি, অমিত নিজেই সৌরভের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মতোই বার্তা পৌঁছয় বেহালায়। তার পর থেকেই নৈশভোজের জন্য তোড়জোড় শুরু হয়েছিল। তবে প্রত্যাশিত ভাবেই এর মধ্যে উভয়পক্ষই ‘রাজনীতি’ আনতে চাইছে না। কিন্তু রাজনীতির অনুষঙ্গ এসেই পড়ছে। কারণ, রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপি যে সৌরভকে ‘মুখ্যমন্ত্রীর মুখ’ হিসেবে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুরোধ করেছিল, তা কারওরই অজানা নয়।

বৃহস্পতিবার যখন নিউ জলপাইগুড়ির জনসভায় দাঁড়িয়ে মমতার সরকারকে আক্রমণ করছিলেন অমিত, প্রায় একই সময়ে কলকাতায় তৃণমূল ভবনে মমতাকে প্রশ্ন করা হয় দাদার বাড়িতে শাহের নৈশভোজ প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি সৌরভের বাড়িতে যেতে চান, তাতে সমস্যা কোথায়? আমি সৌরভকে বলব, ওঁকে মিষ্টি দই খাওয়াতে!’’ সৌরভ নিজেও শুক্রবার জানিয়েছেন নিরামিষাশী অমিতের জন্য সেই ধরনের খাবারের ব্যবস্থা থাকছে। শোনা যাচ্ছে, শাহি ভোজের মেনুতে থাকছে ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির। শেষপাতে দই, রসগোল্লা, কাজু বরফিও রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.