গত আড়াই মাসের টানা আন্দোলন। স্বচ্ছ কাউন্সিল, নিরপেক্ষ হোস্টেল কাউন্সিল, অধ্যক্ষের পদত্যাগ সহ নানা দাবিতে আন্দোলনে নেমেছেন আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকদের একাংশ। তাঁদের আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবাতেও সমস্যা হচ্ছিল। তবে অবশেষে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে মেডিক্যাল কলেজের অন্দরে। কাজে ফিরলেন চিকিৎসকদের একাংশ। তবে এখনও ৫জন আন্দোলনকারী অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁদেরকেও নানাভাবে কাজে ফেরানোর চেষ্টা করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। একজন অনশনকারীকে এদিন দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গত কয়েকদিনে ধরেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন কলেজ কর্তৃপক্ষ। ৫ সদস্য়ের মেন্টর গ্রুপও তৈরি করে দিয়েছিলেন স্বাস্থ্যসচিব। তাঁরা নানাভাবে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন। এরপর বুধবার সকালে আন্দোলনকারীদের একাংশ মূলত পিজিটি ও হাউজ স্টাফরা কাজে যোগ দেন। তবে ইন্টার্নদের একাংশ এখনও অনশন চালিয়ে যাচ্ছেন। অধ্য়ক্ষের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে অনড় তাঁরা। আন্দোলনকারীরে ইন্টার্নদের দাবি, একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। মুখে নানা আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছু হচ্ছে না। বাস্তবে সমস্যা না মিটলে আন্দোলন চলবে। এদিকে এদিন চিকিৎসকরা এসে আন্দোলনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁদের যাতে বড় কোনও সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আন্দালনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।