1/11২০১১ সালের ২০ জুন কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় বিরাট কোহলির। সুতরাং সোমবারই টেস্ট কেরিয়ায়ের ১১ বছর পূর্ণ করেন তিনি। সেই টেস্টেই বিরাটের সঙ্গে অভিষেক হয় অভিনব মুকুন্দ ও প্রবীণ কুমারের। দেখে নেওয়া যাক কোহলির অভিষেক টেস্টে ভারতের হয়ে আরও যে ১০ জন মাঠে নামেন, তাঁরা এখন কী করছেন।
2/11অভিনব মুকুন্দ শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন ২০২০ সালে। তার পর থেকে ঘরোয়া ক্রিকেটের আঙিনাতেও দেখা যায়নি তামিলনাড়ুর ব্যাটসম্যানকে।
3/11মুরলি বিজয় দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। এখন আর আইপিএলেও দল পান না তিনি। ২০২০ সালে শেষবার আইপিএল ম্যাচে মাঠে নামা বিজয়কে এবার দেখা যাবে তামিলনাড়ু প্রিমিয়র লিগে।
4/11রাহুল দ্রাবিড় খেলা ছেড়েছেন দীর্ঘদিন হল। তিনি এই মুহূর্তে জাতীয় দলে বিরাট কোহলিদের হেড কোচ।
5/11ভিভিএস লক্ষ্মণ খেলা ছাড়ার পরে আঅপিএলে মেন্টরের ভূমিকা পালন করেছেন। এই মুহূর্তে তিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান।
6/11সুরেশ রায়না জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ইতিমধ্যেই। তিনি এবার আইপিএলে দল পাননি। আপাতত টুকিটাকি ধারাভাষ্য দিতে দেখা গিয়েছে রায়নাকে। দেখা যায় বিশেষজ্ঞের ভূমিকাতেও।
7/11ধোনি ও রায়না একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। যদিও প্রতিযোগিতামূলক থেকে এখনও দূরে নেই ধোনি। যদিও আইপিএল ছাড়া আর কোনও টুর্নামেন্ট খেলেন না তিনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক আগামী আইপিএল মরশুমেও মাঠে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন।
8/11খেলা ছেড়েছেন হরভজন সিংও। অবসর নেওয়ার পরে তাঁকে নিয়মিতই ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞের ভূমিকায় দেখ যায়।
9/11কোহলির সঙ্গে একই ম্যাচে টেস্ট অভিষেক হয় প্রবীণ কুমারের। তিনি বেশ কিছুদিন হয়ে গেল খেলা ছেড়েছেন।
10/11অমিত মিশ্র জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আইপিএলেও দল পাননি এবার। তবে তিনি খেলা ছাড়েননি। আইপিএলে ফিরে আসার চেষ্টায় রয়েছেন।
11/11ইশান্ত শর্মা জাতীয় দল থেকে বাদ পড়েছেন সম্প্রতি। ঘরোয়া ক্রিকেটে মাঠে নামেন এখনও। সেই অর্থে কোহলির অভিষেক টেস্টের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র ইশান্তকেই যথাযথ অ্যাক্টিভ ক্রিকেটার হিসেবে বিবেচনা করা যায়।