দার্জিলিংয়ে তুষারপাত অব্য়াহত। পুরু তুষারের চাদরে ঢেকেছে পাহাড়ি এলাকা। তার মধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাস হল বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়।
2/8
রবিবার তুষারপাতের পর ফের মঙ্গলবার দুপুর থেকে তুষারপাত শুরু হয়েছ দার্জিলিংয়ের সান্দাকফুতে। মঙ্গলবার সকাল থেকেই টংলু , টুংলিংয়ে আবহাওয়া খুবই খারাপ। ঝমঝমিয়ে পড়ছে তুষার।
3/8
টুংলিংয়ের একটু উপরেই সান্দাকফু, ফালুটে ব্যাপক পরিমাণে তুষারপাত হচ্ছে। গুটিকয়েক যে পর্যটক রয়েছেন সান্দাকফুর নীচের অংশে তারা বেশ উপভোগ করছে এই তুষারপাত।
4/8
এরকম এক পরিস্থিতিতে যান চলাচল খুবই সীমিত টংলু, টুংলিং থেকে ৷ তুষারপাতের মাত্রা, জমা বরফের পরিমাণ দেখে চলছে যান চলাচল। তবে বেশিরভাগ ক্ষেত্রে তা বন্ধই থাকছে।
5/8
অন্যদিকে দার্জিলিং, কালিম্পং-সহ সমতলে প্রায় রাত থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত ৷ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণও হয়েছে। পাহাড়ের বিভিন্ন জায়গায় রাতভর বৃষ্টিও হয়েছে। আবহাওয়া যথেষ্ট ঠান্ডা দার্জিলিংয়ে।
6/8
স্থানীয়দের দাবি, অন্যান্য বছরের এই সময়ের তুলনায় এ বছর যথেষ্ট পরিমানে শীত অনুভব হচ্ছে৷
7/8
আগামী দুই থেকে তিনদিন ঠিক এমনই পরিবেশ থাকবে গোটা পাহাড় জুড়ে। সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর ডক্টর গোপীনাথ রাহা জানান ,”আগামী তিনদিন সান্দাকফু-সহ দার্জিলিংয়ে ঠিক এমনই আবহাওয়া থাকবে৷ আরও তুষারপাত হবে সান্দাকফুতে।
8/8