তুষারপাতে ফের বরফের চাদরে ঢাকা পড়ল জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর। শনিবার সকালে তুষারপাত হয় শ্রীনগরে, ফলে সাদা বরফের চাদরে ঢাকা পড়ে যায় সমগ্র এলাকা। পারদ-পতনও হয়েছে খানিকটা। এদিন শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে ঠাণ্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা। ঠাণ্ডায় জবুথবু কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও।
জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.১ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ১০ ডিগ্রি। লাদাখের লেহ শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.৩ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১৫.২ ডিগ্রি এবং দ্রাসে মাইনাস ২০.২ ডিগ্রি। একদিকে ঠাণ্ডায় কাঁপছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। অন্যদিকে, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়েছে জম্মুতে। শনিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল জম্মু। জম্মু শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি।
2021-01-09