ব্যস্ত রাস্তার মাঝে চলন্ত গাড়িতে সেলফি তুলতে তুলতে কেরামতি দেখাচ্ছিলেন এক ঝাঁক তরুণ! বেপরোয়া গতিতে গাড়িও ছোটাচ্ছিলেন। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সদলবলে ধরা পড়লেন পুলিশের হাতে। রবিবার অন্ধ্রপ্রদেশে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তিরুমালাঘাট রোডে ঘটনাটি ঘটে। ব্যস্ত রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে ছুটছিল একটি কালো মাহিন্দ্রা এক্সইউভি। গাড়ির সওয়ারিরা বিপজ্জনক ভাবে গাড়ির জানলা থেকে ঝুলছিলেন। চলছিল সেলফি তোলার পর্ব। এঁদের মধ্যেই দু’-এক জন আবার উল্লাসে চিৎকার করতে করতে রিল ভিডিয়োও বানাচ্ছিলেন। দৃশ্য দেখে শিউরে উঠছিলেন পথচারীদের অনেকেই। এর পরেই আর এক পথচলতি গাড়িচালক পুলিশে খবর দেন। অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সোমবারই ছয় তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সকলেই হায়দরাবাদের বাসিন্দা। তাঁদের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই এক দল তরুণ যে ভাবে গাড়ি থেকে ঝুলতে ঝুলতে সেলফি তুলছিলেন, তাতে যে কোনও সময় তাঁদের বড়সড় বিপদ ঘটে যেতে পারত। তা ছাড়া, জনবহুল রাস্তায় বিপজ্জনক গতিতে গাড়ি ছোটাচ্ছিলেন তাঁরা। ফলে দুর্ঘটনার মুখে পড়তে পারতেন অন্যান্য গাড়িচালক কিংবা পথচারীও। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ওই ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, শীঘ্রই ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।