আইপিএলে কোহলির বেঙ্গালুরু দল কিনতে আগ্রহী ছয় সংস্থা, রয়েছেন দিল্লি ক্যাপিটালসের মালিকও, পাল্লা ভারী কাদের?

আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) যে বিক্রি হয়ে যেতে পারে এ কথা আগেই শোনা গিয়েছিল। সেই দল কিনতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে ছ’টি সংস্থা। ভারতের পাশাপাশি আমেরিকার দু’টি সংস্থাও রয়েছে দৌড়ে। এখনও স্পষ্ট নয় যে কাদের দিকে পাল্লা ভারী।

আরসিবি-র এখনকার মালিক গ্রেট ব্রিটেনের একটি সংস্থা। লাভের পরিমাণ কম হওয়ায় তারা চাইছে না দল ধরে রাখতে। সংস্থাটির ভারতীয় শাখা যদি ইংরেজ কর্তাদের বোঝাতে পারে, একমাত্র তখনই বিক্রি করার ভাবনা থেকে সরে আসতে পারে তারা। তবে সেই সম্ভাবনা আপাতত কম।

সেটা বুঝেই একের পর এক সংস্থা আরসিবি কেনার আগ্রহ দেখাচ্ছে। ভারতের মধ্যে আদানি গোষ্ঠী, জেএসডব্লিউ গোষ্ঠী এবং সিরাম সংস্থা আগ্রহ দেখিয়েছে। আমেরিকার দু’টি সংস্থাও রয়েছে তালিকায়। ২০২২ সালে অহমদাবাদের দলটি কিনতে চেয়েছিল আদানী গোষ্ঠী। অল্পের জন্য সেই লড়াইয়ে তারা হেরে যায়। বেঙ্গালুরুর ক্ষেত্রে কোনও রকম আপসে রাজি নয় তারা।

আদানী গোষ্ঠীকে লড়াই দিতে পারে জেএসডব্লিউ গোষ্ঠী। তবে বেঙ্গালুরু কিনতে গেলে দিল্লি ক্যাপিটালসের ৫০ শতাংশ মালিকানা ছাড়তে হবে তাদের। আইপিএলের নিয়ম অনুযায়ী, একই মালিকের দু’টি দল খেলতে পারবে না।

এ ছাড়াও লড়াইয়ে রয়েছে আদর পুনাওয়ালার সিরাম সংস্থা। অতীতেও তারা আইপিএলের দল কেনার জন্য ঝাঁপিয়েছিল। সে বার সফল হয়নি। এ বার তারাও মরিয়া দল কিনতে।

আরসিবি কিনতে গেলে ১৭,৬০২ কোটি খরচ করতে হতে পারে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, আইপিএলের দলগুলির মধ্যে আরসিবি-র সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.