Sikkim Monsoon Landslide: সিকিমে এবার সেতু-বিপর্যয়, আটকে দেড় হাজার পর্যটক

 টানা বৃষ্টি, সঙ্গে ধস! প্রাকৃতিক বিপর্য়য়ে বিধ্বস্ত সিকিম। উত্তর সিকিমে এবার ভেঙে পড়ল সদ্য নির্মিত একটি সেতু। লাচুং, চুকথানে আটকে পড়েছেন দেড় হাজার পর্যটক।

এবারও কি সিকিমে সেই আগের বছরের মতো ভয়াবহ অবস্থা হতে চলেছে? বর্ষা শুরু হতেই তিস্তাপাড়ের বাসিন্দাদের চোখে-মুখে দেখা যাচ্ছে আতঙ্ক। সিকিমে প্রবল বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। ইতিমধ্যেই বিপর্যস্ত একাধিক জনপদ। ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কে, সিংটামে এবং গ্যাংটকে।

এদিকে সোমবার রাত থেকে অবরুদ্ধ ছিল সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। আজ, বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেল রাস্তা।  কালিম্পং প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, মেল্লি ব্রীজ , রবিঝোড়া , লিখুভিড়ে জাতীয় সড়ক ১০ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রী সুরক্ষা ও মেরামতি কারণে আপাতত বন্ধ থাকবে জাতীয় সড়ক। ছোট-বড় সবধরণের যান চলাচল পুরোপরি বন্ধ।

তিস্তা নদী ফুলে-ফেঁপে উঠেছে। প্রবল বেগে বইছে জলধারা। ভাঙছে পাড়ও। প্রায় প্রতি মুহূর্তেই জলস্তর বেড়ে চলেছে। জলের তোড়ে রাস্তা ভাঙতে শুরু করেছে। বিপদ এড়াতে ইতিমধ্য়েই বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। তিস্তাপাড়ের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। প্রশাসনের তরফে সতর্ক করা হচ্ছে জলপাইগুড়ি তিস্তা নদী-সংলগ্ন এলাকাবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.