ঝড়ে জখম গ্রামবাসীদের সঙ্গে হাসপাতালে এসে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা খুব ভালো কাজ করেছেন, হাসপাতাল থেকে বের হয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশংসা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সোমবার বাগডোগরা থেকে সোজা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হন শুভেন্দু অধিকারী। প্রায় আধা ঘণ্টা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা ঝড়ে জখম গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন তিনি।
এদিকে হাসপাতালের আউরডোরের গেট বন্ধ থাকায় শুভেন্দুবাবু বের হওয়ার সময়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। রাজনীতি করতে এসেছেন শুভেন্দু অধিকারী। রোগীদের সমস্যা হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি বিভাগ থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, নার্সরা খুব ভাল কাজ করছেন। সারা রাত জেগে তাঁরা কাজ করছেন। এনজিওদের অনুরোধ করব কাজ চালিয়ে যেতে। আমি এখন গ্রামে যাব।”
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, “ঝড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা চলছে সকলের। তবে আউরডোর বন্ধ ছিল কিনা জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।”