সাড়ে নয় বৎসরের তোষনের রাজনীতি হতে মুক্তি পান

সাগরের একটি রাজনৈতিক সভায় শুভেন্দুবাবু বলেন, ‘‘ সাড়ে 9 বছর ধরে তোষণের রাজনীতি করেছেন মমতা ৷ নারায়ণকে বলছেন বিষ্ণুমাতা, সরস্বতীর মন্ত্র ও চণ্ডীপাঠ করতে গিয়ে চণ্ডীর পিন্ডি চটকে দিচ্ছেন । এই বেগমকে আর একটিও ভোট দেবেন না।’’
সাগর বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ কামিলার সমর্থনে রবিবার বিকেলে হরিণবাড়ির মাঠে একটি জনসভার আয়োজন করা হয় । এই জনসভায় যোগ দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পুরনো দল তৃণমূলকে লাগাতার আক্রমণ করলেন শুভেন্দু । সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘মাননীয়া 10 বছর ধরে বাংলায় 2 কোটি বেকার তৈরি করেছে ৷ সাড়ে 5 কোটি স্থায়ী পদ তুলে দিয়েছে ৷ 7 বছর এসএসসি হয়নি ৷ সাড়ে 8 লাখ যুবক বিএড পাশ করে রাস্তায় রাস্তায় ঘুরছে । চাকরিকে পুরো ভোকাট্টা করে দিয়েছে । ওনাকে আর কেউ চাইছে না।’’

পূর্বেও একাধিকবার কেন্দ্রীয় সরকারের তরফে অভিযোগ করা হয়েছিল কেন্দ্রের প্রকল্পগুলি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার নাম পরিবর্তন করে দিচ্ছে । আরও একবার সেই প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন শুভেন্দু । নন্দীগ্রামের বিজেপি প্রার্থী আজ বলেন, ‘‘কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম বদলে লুঠপাট করে করে খাচ্ছে মাননীয়ার দল ।’’ আমফান দুর্নীতি নিয়েও আরও একবার সরব হতে দেখা গেল তাঁকে । তাঁর কথায়, ‘‘আমফানের পর 20 হাজার টাকা কে কে পেয়েছেন ? ক্ষমতায় এলে আমফানের প্রত্যেকটি টাকার হিসেব নেব। চোরগুলোর কোমরে দড়ি পড়াব । আর আপনাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব ৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.