সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ মার্চ: পাচারের আগেই ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৯টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের জয়ন্তীপুরে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা।
বিএসএফ আধিকারিক জানিয়েছেন, আগে থেকেই বিএসএফ জওয়াদের কাছে গোপন সূত্রে খবর আসে, দুই বাংলাদেশি পাচারকারী সোনা নিয়ে ভারতে ঢুকছে। এরপর জওয়ানরা সতর্ক হয়ে নিরাপত্তা বাড়িয়ে দেয়। শনিবার রাত আটটা নাগাদ জয়ন্তীপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে। মেটাল ডিটেক্টরের সাহায্যে জওয়ানরা তার তল্লাশি চালায়। তল্লাশির সময়, একটি মেটাল ডিটেক্টর তার শরীরের নীচে দিতেই তা ধরা পড়ে।
জিজ্ঞাসাবাদে সে জানায়, যে সে তার মলদ্বারে ৯টি সোনার বিস্কুট লুকিয়ে রেখেছে। এরপর তার কাছ থেকে ৩টি কনডমের প্যাকেট, কার্বন পেপার এবং লাল রঙের টেপে মোড়ানো ০৯টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। জওয়ানরা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং সোনার বিস্কুটগুলি উদ্ধার করে।
বিএসএফ জানিয়েছে, ধৃত পাচারকারীর নাম মেহেরুদ্দিন মালি। জিজ্ঞাসাবাদে মেহেরুদ্দিন মালি জানায়, বাংলাদেশের সাদিপুর গ্রামের মিলন শেখের কাছ থেকে ০৯ পিস সোনার বিস্কুট পেয়েছে। ধৃতকে রবিবার বনগাঁ আদালতে তোলা হয়।