শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল হিমাচল প্রদেশের রাজধানী শিমলা। শিমলা ছাড়াও বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার তুষারপাত হয়েছে মানালি, কালপা এবং কিলংয়ে। ২০২১ সালের প্রথম তুষারপাতে উল্লসিত পর্যটকরা। সকাল থেকে শুরু হওয়া তুষারপাতের জেরে শিমলা এবং সন্নিহিত বিভিন্ন স্থানে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে, কোথাও কোথাও বিদ্যুৎ নেই। বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোঠিতে ১৫ সেন্টিমিটার তুষারপাত হয়েছে, খিরকি এবং কুফরিতে ১০ সেন্টিমিটার এবং ৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। মানালিতে ৩ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।
শিমলার এএসপি প্রবীর ঠাকুর জানিয়েছেন, রোহরু, চোপাল এবং নারকান্ডা-সহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন। বরফ সরিয়ে রাস্তায় যানবাহন চলাচলের কাজ দ্রুততার সঙ্গে চলছে। তুষারপাতের পরই ঠাণ্ডা অনেকটাই বেড়েছে। প্রবল ঠাণ্ডাকে উপেক্ষা করেই রাস্তায় বেরিয়ে পড়েন পর্যটকরা। হিমাচল প্রদেশ ছাড়াও এদিন উত্তরাখণ্ডের উত্তরকাশিতেও তুষারপাত হয়েছে। বরফে ঢেকে যায় ঘর-বাড়ি, গাছ।
2021-02-05