সন্দেশখালিকাণ্ড নিয়ে হইচইয়ের মধ্যে হঠাৎই একটি অডিয়ো-বার্তা ঘিরে তুঙ্গে জল্পনা। জল্পনা এই যে, ফোনের ও পারে থাকা কণ্ঠ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের! যে কণ্ঠ বলছে, “আমি শেখ শাহজাহান বলছি। দোষ করলে মাথা কেটে ফেলুন!” আনন্দবাজার অনলাইন অবশ্য এই অডিয়োয় যে কণ্ঠস্বর শোনা গিয়েছে, তার সত্যতা যাচাই করেনি।
তবে অডিয়ো-বার্তায় যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তিনি নিজেই নিজেকে ‘শেখ শাহজাহান’ বলে পরিচয় দিয়েছেন। গ্রামবাসী এবং দলের সমস্ত পদাধিকারীর উদ্দেশে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “এই সব ইডি, সিবিআইকে নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। শুভবুদ্ধিসম্পন্ন মানুষ বুঝতে পারছ, পুরোটাই চক্রান্ত।” এরই সঙ্গে তাঁর বার্তা অডিয়ো-বার্তায় নিজেকে শেখ শাহজাহান বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তির দাবি, তাঁকে দমানোর চেষ্টা করলেও তিনি থামবেন না।
ওই কণ্ঠে শোনা যায়, ‘‘আমার অঞ্চলের সভাপতি যাঁরা আছেন, যাঁরা যুব সভাপতি যাঁরা আছেন, তৃণমূল কংগ্রেসের সৈনিক যাঁরা আছেন, সাবার কাচে আমার অনুরোধ— এই সব সিবিআই, ইডিকে নিয়ে কোনও ভয় নেই। শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ, এটা একটা ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র।’’ এ-ও বলতে শোনা যায়, ‘‘ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালিতে তৃণমূলকে দুমড়ে দিতে পারবে।’’
শুক্রবার সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। সেখানে হামলার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।