ওপেনিং বেলেই বড়সড় ধস নেমেছিল সেনসেক্সে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বেলা শেষে নিম্নমুখী থাকল সেনসেক্স। গত সেশনের তুলনায় প্রায় ১৫০০ পয়েন্ট কম স্তরে শেষ হয় বাজারের লেনদেন। এর আগে বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই সেনসেক্স ১৬০১ পয়েন্ট কমে ৫২,৭৩২-এর স্তরে নেমে যায়। আর ক্লোজিং বেলে গত সেশনের তুলনায় সেনসেক্স ১৪৯১.০৬ পয়েন্ট ছিল। অর্থাত্, শুরুর ধাক্কা সেই অর্থে সামলাতে পারেনি শেয়ারবাজার। এদিন সেনসেক্স শেষ হয় ৫৩ হাজার পয়েন্টের নিচে। এদিকে লাল দাগে শেষ হয় নিফিটিও।
এদিন ক্লোজিং বেলে সেনসেক্স ছিল ৫২,৮৪২.৭৫। গত সেশনের তুলনায় যা ১৪৯১.০৬ পয়েন্ট বা ২.৭৪ শতাংশ কম। এদিকে ক্লোজিং বেলে নিফটি ৫০ ছিল ১৫,৮৬৩.১৫। গত সেশনের তুলনায় যা ৩৮২.২০ পয়েন্ট বা ২.৩৫ শতাংশ বেশি। এদিকে এদিন নিফটি ব্যাঙ্কের সূচক নিম্নমুখী ছিল। ১৫৩৬.৫৫.৬০ বা ৪.৪৭ শতাংশ কমে নিফটি ব্যাঙ্ক দাঁড়ায় ৩২,৮৭১.২৫ পয়েন্টে। এদিন সবচেয়ে লাভবান সেক্টর ছিল নিফটি মেটাল (১২৬.১৫ পয়েন্ট বা ২.১০ শতাংশ বেড়েছে)। সবচেয়ে লোকসানের সেক্টর ছিল নিফটি পাবলিক সেক্টর ব্যাঙ্ক (১১৮.০৫ বা ৪.৫৮ শতাংশ কমেছে)।ট্রেন্ডিং স্টোরিজ
এদিন সবচেয়ে লাভবান শেয়ার ছিল ওএনজিসি। গত সেশনের তুলনায় ২১.৭০ টাকা বা ১৩.১৩ শতাংশ বেড়েছে। এর ফলে ওএনজিসির শেয়ারের দর দাঁড়ায় ১৮৬.৯৫ টাকা। এদিকে আজকের সব থেকে বেশি লোকসান হওয়া সংস্থা হল ইন্দাসইন্দ ব্যাঙ্ক। এদিন গত সেশনের তুলনায় ৬৭.৫০ টাকা বা ৭.৪৮ শতাংশ কমেছে। এর জেরে ইন্দাসইন্দ ব্যাঙ্কের শেয়ার দর গিয়ে ঠেকে ৮৩৪.৪০ টাকায়।