“আগামী ডিসেম্বর মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বয়ং শান্তিপুর–ফুলিয়া সফরে আসছেন। মঞ্চে নয়—তাঁতিদের কর্মশালায়, ঘরে, তাঁতের সামনে দাঁড়িয়ে সরাসরি শুনবেন তাঁদের কষ্ট, সমস্যা, আর ভবিষ্যতের আশা।” সোমবার রাতে এক্সবার্তায় এ খবর জানান পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য।
শমীকবাবু লিখেছেন, “বাংলার গর্ব, নদিয়ার ঐতিহ্য—শান্তিপুর ও ফুলিয়ার তাঁতশিল্প আজ সঙ্কটে। বাজার নেই, দালালচক্রের শোষণ, আর্থিক অনিশ্চয়তা—এই কঠিন লড়াইয়ে প্রতিদিন ভাঙছে হাজারো পরিবারের স্বপ্ন।
কিন্তু এবার ছবিটা বদলাতে চলেছে।
উৎপাদন, ডিজাইন, বাজার সম্প্রসারণ, সরকারি সহায়তা—সব বিষয়েই রাস্তা খোঁজার ভাবনা নিয়ে আসছেন। এই পদক্ষেপ শুধু সফর নয়—একটা বার্তা। বাংলার ঐতিহ্যকে বাঁচানোই লক্ষ্য, বাঙালির শিল্প বাঁচবে, তাঁতির ঘরে আবার হাসি ফিরবে এটাই উনি চাইছেন।”

