দল পাল্টে গেল শাহবাজ় আহমেদের। আগেই জানা গিয়েছিল তাঁকে ছেড়ে দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাংলার অলরাউন্ডারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বাংলার বাকি ক্রিকেটারদের মধ্যে সকলেই পুরনো দলে রইলেন। এখন ত্রিপুরার হয়ে খেললেও বাঙালি ঋদ্ধিমান সাহাকে রেখে দিয়েছে গুজরাত টাইটান্সও।
দিল্লি ক্যাপিটালস গত বার নিলামে মুকেশ কুমারকে কিনেছিল। বাংলার এই ক্রিকেটার এখন ভারতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত। তাঁকে রেখে দিয়েছে দিল্লি। তারা রেখে দিয়েছে অভিষেক পোড়েলকেও। বাংলার উইকেটরক্ষক এখন বিজয় হজারে ট্রফিতে রান পাচ্ছেন। তরুণ উইকেটরক্ষক এ বারের আইপিএলে বড় ভূমিকা নিতে পারেন যদি ঋষভ পন্থ সুস্থ না হয়ে ওঠেন। অভিষেকের উপর ভরসা রাখছেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়।
বাংলার শাহবাজ়কে ছেড়ে দিলেও আরসিবি রেখে দিয়েছে আকাশ দীপকে। বাংলার পেসারের উপর ভরসা রাখছে বিরাট কোহলির দল। বাংলার হয়ে মুকেশ এবং আকাশ নিয়মিত উইকেট নেন। তাঁদের উপরে ভর করেই দাঁড়িয়ে বাংলার পেস আক্রমণ। সেই দুই ক্রিকেটারই আইপিএলে খেলে নিজেদের অভিজ্ঞতা আরও বৃদ্ধি করার সুযোগ পাবেন।
গুজরাত টাইটান্স রেখে দিয়েছে মহম্মদ শামিকে। বাংলার তারকা পেসার এ বারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন। তাঁকে বাদ দেওয়ার কথা ভাবতে পারেনি গুজরাতও। তাই বাংলার এই পাঁচ ক্রিকেটারকে আইপিএলে দেখার সুযোগ রয়েছে।