Shah Rukh Khan: এক ফ্রেমে দোয়া আর প্রার্থনা! লতার শেষকৃত্যে শাহরুখের এই ছবিতে চোখ ভিজল নেটপাড়ার

রবিবার সকালে সুর হারালো সারা দেশ। একই দিনে ভাসান হল দুই সরস্বতীর। রবিবার ‘জীবন্ত সরস্বতী’ পারি দিলেন না-ফেরার দেশে। লতা মঙ্গেশকরের মৃত্যুর যন্ত্রণায় কাতর সেলেব থেকে আম জনতা। রবিবার সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয়েছে ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের। এদিন প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের নানান প্রান্তের হাই-প্রোফাইল ব্যক্তিত্বরা। ছিল প্রায় গোটা বলিউড। 

আমির, শাহরুখ, বিদ্যা বানাল, রণবীর কাপুররা পৌঁছেছিলেন লতা তাই-কে শ্রদ্ধার্ঘ্য জানাতে। এদিন দীর্ঘদিন পর জনসমক্ষে এলেন শাহরুখ খান। মাদক মামলায় ছেলে আরিয়ানের গ্রেফতারি পর্বের সময় থেকেই লাইমলাইট থেকে দূরে থাকছেন শাহরুখ। ম্যানেজার পুনম দামানিয়ার সঙ্গে ‘সুরসম্রাজ্ঞী’কে শ্রদ্ধাজ্ঞলি দিলেন কিং খান। এদিন শুধু ফুল দিয়েই লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন শাহরুখ। তারপর দু হাত উপরে তুলে আল্লাহ-র কাছে লতাজির আত্মার শান্তি কামনা করেন। শাহরুখকের এই ‘দুয়া’ পড়বার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একই ফ্রেমে শাহরুখের ম্যানেজার পুনম দামানিয়াকে জোর হাতে প্রার্থনা করতে দেখা গেল। নেটিজেনরা ধন্য ধন্য করছেন এই ছবির। সবার মুখেই এক বুলি, ‘এটাই আমার দেশ, আমার ভারত’। এসআরকে ফ্যামেরা মুগ্ধ এই ভাইরাল ছবিতে। একজন লিখেছেন, ‘একটাই তো মন খান সাহাব, আর কতবার জিতবেন?’ট্রেন্ডিং স্টোরিজ

লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানকে সৌজন্য বিনিময় করতে দেখা গেল বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারের সঙ্গে, ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গেও আলাপচারিতা করতে দেখা যায় শাহরুখকে।

শাহরুখের শ্রদ্ধাজ্ঞলি
শাহরুখের শ্রদ্ধাজ্ঞলি (PTI)

করোনা পরবর্তী জটিলতার জেরে মৃত্যু হয়েছে লতা মঙ্গেশকরের, জানিয়েছেন চিকিত্সকরা। শনিবার রাতে মাল্টি অর্গান ফেইলিউর হয় তাঁর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ২৮ দিন ধরে ভর্তি ছিলেন ‘কোকিলকন্ঠী’। করোনা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি, কোটি কোটি ভক্তের প্রার্থনা কাজে এল না। এইবার আর ঘরে ফেরা হল না লতার। 

লতার মুখাগ্নি করেন ভাই হৃদয়নাথ মঙ্গেশকর, শেষকৃত্যে উপস্থিত ছিলেন বোন আশা ভোঁসলে এবং ঊষা মঙ্গেশকরও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.