রাজ্য সংগঠনকে চাঙ্গা করতে সামনের মাসেই বাংলায় আসছেন শাহ, করতে পারেন জনসভাও

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট মিটে যেতেই রাজ্যে আসছেন অমিত শাহ। আগামী মাসেই আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তবে কোন তারিখে তিনি বাংলা পা রাখবেন তা অবশ্য জানাননি রাজ্য বিজেপির সভাপতি। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, লোকসভা ভোটের এক বছর আগে থেকে শাহের প্রতি মাসে বাংলায় আসার কথা থাকলেও, পঞ্চায়েত ভোটের জন্য তা স্থগিত করে দেওয়া হয়েছিল। এখন পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পর এ বার অগস্ট মাস থেকে তাঁর ধারাবাহিক বঙ্গ সফর শুরু হবে।

নিজের এই সফর পর্বে রাজ্য নেতাদের সঙ্গে একটি বৈঠক করতে পারেন শাহ। সঙ্গে করতে পারেন একটি জনসভাও। সে ক্ষেত্রে কোনও একটা হেরে যাওয়া আসনে সমাবেশের পরিকল্পনা রয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বের। সেই এলাকায় কর্মীদের সঙ্গে কথা বলতে পারেন তিনি। পঞ্চায়েত ভোটে শাসকদলের হাতে আক্রান্ত হয়ে যে সব নেতা-কর্মীরা ঘরছাড়া হয়েছেন, তাঁদের সঙ্গে যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করানো যায়, সেই ভাবনাও রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বের। তবে কয়েক মাস আগে বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরামবাগে জনসভা করার কথা ছিল। কিন্তু একেবারে শেষ মূহূর্তে সেই সভার কর্মসূচি বাতিল হয়ে গিয়েছিল। ওই আসনে বিজেপির খানিক প্রভাব থাকলেও, লোকসভা আসনটি তৃণমূলের দখলে রয়েছে। তাই শাহ অগস্টে বাংলা এসে আরামবাগেই জনসভা করবেন কি না, তা জোর দিয়ে বলতে পারছেন না রাজ্য বিজেপির কোনও নেতা।

প্রসঙ্গত, শুক্রবারেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির রাজ্য সভাপতি। ওই দিনই পঞ্চায়েত ভোটে বিজেপির ফলাফল নিয়ে টুইট করে সুকান্ত এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভুমিকার প্রশংসাও করেন শাহ। তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে যা প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে।’’

শাহ আরও লেখেন, ‘‘এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের স্নেহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা এবং বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে।’’ টুইটের শেষাংশে তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং সকল কার্যকর্তাদের অনেক অভিনন্দন যারা দৃঢ়তার সাথে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাথে অটল ছিলেন।’’

এমন টুইটের পর শাহের বাংলায় আগমনের খবরে উজ্জীবিত রাজ্যের গেরুয়া শিবির। তাঁদের মতে, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে যেখানে ৬,৫৭০টি আসনে জয় পেয়েছিল বিজেপি। সেখানে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ১১ হাজারের বেশি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। তাই এমন ফলাফলের পর লোকসভা ভোটের জন্য দলের সংগঠনকে চাঙ্গা করতে রাজ্যে আসছেন শাহ। তবে শাহের সফর এবং পঞ্চায়েত ভোটের ফল নিয়ে শাসকদল তৃণমূলের কটাক্ষ, ‘‘রাজ্যে বিজেপির বর্তমানে ৬৯ জন বিধায়ক রয়েছেন। কিন্তু তাঁদের সব এলাকাতেই পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়জয়কার হয়েছে। এমনকি বিরোধী দলনেতার কেন্দ্রেই বিজেপি ১০,৪৫৭ ভোটে পিছিয়ে গিয়েছে। তাই এ রাজ্যে বিজেপির পক্ষে কোনও জায়গাই সুরক্ষিত নয়। অমিত শাহ এসেও বিজেপির পক্ষে কিছুই করতে পারবেন না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.