মেয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বরেকর্ড করলেন ভারতের শেফালি বর্মা। যার রেকর্ড ভাঙলেন তিনি, অস্ট্রেলিয়ার সেই ২৪৮ ডাবল সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই। প্রথম দিনে ভারতের স্কোর ৪ উইকেটে ৫২৫।
সাদারল্যান্ড ২৪৮ বলে দ্বিশতরান ডাবল সেঞ্চুরি করেছিলেন। শেফালি করলেন ১৯৪ বলে। শেষ পর্যন্ত ১৯৭ বলে ২০৫ রান করে আউট হন তিনি। ভারতের টেস্টে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলার রেকর্ড মিতালি রাজের। মাত্র ৯ রানের জন্য সেই রেকর্ড ভাঙতে পারলেন না শেফালি। বিশ্ব রেকর্ডটি পাকিস্তানের কিরণ বালুচের। ২৪২ রান করেছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেন করে নেমেছিলেন শেফালি। সঙ্গী ছিলেন স্মৃতি মন্ধানা। ওপেনিং পার্টনারশিপেই ২৯২ রানের তোলেন তাঁরা। সেটাও বিশ্বরেকর্ড। ২০০৪ সালে ২৪১ রানের জুটি গড়েছিলেন পাকিস্তানের কিরণ বালুচ এবং সাজ্জিদা শাহ। ভেঙে গেল সেই রেকর্ড। বস্তুত, ভারতে হয়ে ওপেন করতে নেমে নিজেদের রেকর্ড ভেঙে দিলেন শেফালিরা।