ঘড়িতে রাত তখন সাড়ে ১০টা। বেহালা পূর্ব বিধানসভার চড়কতলা এলাকায় চলল সাত রাউন্ড গুলি বলে অভিযোগ। আর তার জেরে গোটা এলাকা কেঁপে উঠল। এলাকা দখলকে কেন্দ্র করেই এই গুলি চলেছে বলে অভিযোগ। ব্যাপক আকার নেয় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ। তার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন বলে অভিযোগ। পুলিশের সামনেই দু’পক্ষের ইট বৃষ্টি চলেছে বলেও অভিযোগ উঠেছে।
ঠিক কী ঘটেছে বলে অভিযোগ? স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ। ইট ছোড়া, ভাঙচুর দিয়ে শুরু হলেও পরে গোলাগুলি চলতে শুরু করে। বেহালা থানার পুলিশ এলেও ঘটনা নিয়ন্ত্রণে আসেনি। তখনও গুলি চলেছে। এখানে একটি মেলা হয়। সেই মেলার কমিটির দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়েই দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বেধড়ক মারধরের পাশাপাশি গাড়ি, মোটরবাইক, স্কুটি–সহ একাধিক গাড়িতে চলে ভাঙচুর। ভাঙচুর চালানো হয় তৃণমূল পার্টি অফিসেও।
কাদের মধ্যে এই গণ্ডগোল? জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। বাপন বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে গুলিও চালানোর অভিযোগ উঠেছে। আর অশান্তি হয় বাবান বন্দ্যোপাধ্যায় এবং তানা ভট্টাচার্য দুই নেতার মধ্যে। এখানে বেহালা থানার থেকে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গুলি চালানোর অভিযোগ উঠেছে। সেটা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা জড়িত তা খোঁজ নেওয়া হচ্ছে। কেন গুলি চলল? তাও খতিয়ে দেখা হচ্ছে। এখানে দু’পক্ষই বেহালা থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকা থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।