সকাল পাঁচটা থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। রেল সুত্রে জানা যায় দক্ষিণ শাখায় তালদি, বেদবেরিয়া স্টেশনের মাঝে রেলের তার ছিড়ে যাওয়ায় কারণে এই ট্রেন চলাচল বন্ধ আছে। প্রচুর যাত্রী তারা কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল যারা ফের নিজেদের বাড়ির পথে রওনা দেয়। রেলের তরফ থেকে এই তার সারানোর কাজ শুরু হয়। আপ এবং ডাউন সব ট্রেন বন্ধ থাকে। এরপরে আটটার পরে তার সারানোর কাজ শেষ হলে প্রথম টেনটি শিয়ালদা থেকে ক্যানিংয়ে আসে। ধীরে ধীড়ে স্বাভাবিকের পথে ট্রেন চলাচল।
৯টা পর্যন্ত বন্ধ থাকে ট্রেন চলাচল। তিন জোড়া আপ এবং ডাউন ট্রেন বাতিল করা হয়। সকালে বন্ধ ছিল শুধুমাত্র ক্যানিং শাখার ট্রেন চলাচল। পরবর্তিকালে সমস্যার সমাধান করে ফের শুরু হয় ট্রেন চলাচল।