সপ্তম রাউন্ডের বৈঠকের পরও সমাধান সূত্র মেলেনি। এবার কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের প্রতিনিধিদের মধ্যে শুরু হল অষ্টম রাউন্ডের বৈঠক। শুক্রবার দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে শুরু হয়েছে অষ্টম রাউন্ডের বৈঠক। এদিনের বৈঠকে কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।
এদিনের বৈঠকের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। এদিনের বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশাবাদী নরেন্দ্র সিং তোমর। যদিও, এদিনের বৈঠকের প্রাক্কালে ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত জানিয়েছেন, সরকার যা খুশি তাই করতে পারে। কিন্তু, তিনটি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকরা বাড়ি ফিরবেন না।
2021-01-08