স্কুল পরিচালন সমিতি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মেয়াদ শেষ হওয়া পরিচালন সমিতিগুলির মেয়াদ আর বৃদ্ধি করবে না পর্ষদ। বদলে সেখানে বসানো হবে প্রশাসক। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে পর্ষদ।
২০২২ সালের আগে যে সমস্ত সরকারি স্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়েছে, বর্তমানে সেই সমিতির মেয়াদ বৃদ্ধি করে কাজ চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই সমস্ত পরিচালন সমিতির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। সেই সব সমিতি বাতিল করে প্রশাসক নিয়োগ করা হবে।
কিছু স্কুলে পরিচালন সমিতি সংক্রান্ত মামলা বর্তমানে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তি হলে সেই সব স্কুলে পরিচালন সমিতি গঠন হবে। প্রশাসক কিভাবে নিয়োগ হবে তাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআইরা স্কুল পরিদর্শন করবে। এরপর সব জানিয়ে দশ দিনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট পাঠাবেন। রিপোর্টের ভিত্তিতে প্রশাসক নিয়োগ হবে। বলা হয়েছে, প্রশাসকরা ২০২৫- এর মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে থাকবেন।
কিন্তু পরিচালন সমিতির নির্বাচন না করে প্রশাসনিক প্রশাসক দিয়ে কাজ চালানোর সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে, স্কুল পরিচালন সমিতির নির্বাচন বন্ধ করে দিতে ঘুর পথে রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টিকেও ক্ষমতা কুক্ষিগত করার পদক্ষেপ বলে বর্ণনা করছেন অনেকেই।