শীতের আগমনির মধ্যেই রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে তারা।
পূর্বাভাসে বলা হয়েছে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। তার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে আবহমণ্ডলের নিম্নস্তরে ফের জলীয় বাস্প ঢুকছে। যার জেরে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই মেঘে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।ট্রেন্ডিং স্টোরিজ
গত শুক্রবার গোটা রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে বর্ষা। তবে পশ্চিম ভাবতে পশ্চিমি ঝঞ্ঝার উপস্থিতির জন্য তাপমাত্রা এখনো তেমন ভাবে নামেনি। দুপুরে রাজ্যে তাপমাত্রা থাকছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে। ভোরে তা নামছে ২০ – ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার সমতলে রাজ্যের শীতলতম স্থান ছিল শিলিগুড়ি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে।