SC-ST কোটায় পদোন্নতি, আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছি না, জানাল শীর্ষ আদালত

প্রমোশনের ক্ষেত্রে এসসি, এসটি সংক্রান্ত কোটার ব্যাপার নিয়ে ২৮শে জানুয়ারির যে সিদ্ধান্ত জানানো হয়েছিল তা আর পুনর্বিবেচনা করা হবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দুসপ্তাহ পরে পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে। বিচারপতি এল নাগেশ্বরা রাও ও বিআর গভাইয়ের বেঞ্চ জানিয়েছে, আমরা এনিয়ে আর পুনর্বিবেচনা কিছু করছি না। এটা বিষয়গুলোকে আরও জটিল করে। আমরা দুসপ্তাহ পরে এনিয়ে ফের শুনব।

এদিকে সংরক্ষণের আওতায় থাকা কয়েকজন কর্মচারী ২৮শে জানুয়ারি রায় নিয়ে তাদের আপত্তির বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানিয়েছিলেন। এক্ষেত্রে অ্যাডভোকেট দীনেশ দ্বিবেদী আবেদনকারীদের তরফে জানিয়েছিলেন, আমাদের মূল সমস্যা হচ্ছে আদালতের কোনও সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা কোনও রিভিউয়ের আবেদন করতে পারি না। এর পরিপ্রেক্ষিতে বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, আমরা এই সমস্যা মেটানোর রাস্তা খুঁজছি। কেন্দ্র ইতিমধ্যেই আদালতকে জানিয়েছে আইনের কিছু প্রশ্নের উত্তর না মেলায় এই পদোন্নতিতে এসসি এসটি কোটা সংক্রান্ত ব্যাপারে প্রায় তিন লাখ পোস্ট শূন্য অবস্থায় রয়েছে।

এদিকে ২৮শে জানুয়ারি রায়ে বলা হয়েছিল এসসি এসটি কোটায় পদোন্নতির ক্ষেত্রে রাজ্য সরকারগুলো যেন উপযুক্ত তথ্য জোগাড় করে। পাশাপাশি এই তথ্যগুলো নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করার কথাও বলা হয়।সেই সময় কেন্দ্রীয় সরকার হলফনামায় জানিয়েছিল মন্ত্রক ও বিভাগ থেকে পাওয়া তথ্য অনুসারে প্রায় সাড়ে ৪ লাখ কর্মী(এসসি-এসটি) গ্রুপ বি ও গ্রুপ সিতে পদোন্নতি করা হয়েছে ২০০৭ থেকে ২০২০ পর্যন্ত। কোর্ট জানিয়েছিল সবকিছুই দেখা হবে কিন্তু বিষয়গুলি চলতেই থাকবে এমনটা করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.