দেশের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠানের তালিকায় দু’নম্বরে SBI! তালিকায় আর কারা?

 দেশের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। শীর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ২০২২-২৩ অর্থবর্ষের হিসেবে উঠে আসছে এই তথ্যই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

গত তিন বছরে ৪১ শতাংশ বেড়েছে এসবিআইয়ের মিশ্র রোজগার। ২০২২-২৩ অর্থবর্ষে ‘ইয়ার অন ইয়ার’ নেট মুনাফা ৫৭ শতাংশ। নেট লাভের অঙ্ক ৫৫ হাজার ৬৪৮ কোটি টাকা। এই অঙ্ক সত্য়িই চমকপ্রদ। কেননা একমাত্র রিলায়েন্স ও এসবিআই ছাড়া আর কারও লাভের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়ায়নি। রিলায়েন্সের নেট লাভ ৬৬ হাজার ৭০২ কোটি টাকা। এদিকে এইচডিএফসির লাভের অঙ্ক ৪৫ হাজার ৯৯৭ কোটি টাকা। ওএনজিসির ক্ষেত্রে তা ৪৮ হাজার কোটি টাকা।

২০২১ সাল থেকেই শুরু হয়েছে এসবিআইয়ের স্বপ্নের দৌড়। এই অল্প সময়েই এসবিআইয়ের শেয়ারের দর দ্বিগুণ হয়েছে। আর তারই ফলশ্রুতি এই উত্থান। এদিকে ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে লাগাতার শীর্ষস্থান ধরে রেখেছে রিলায়েন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.