শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। ঢোকার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলে গেছেন, তদন্তকারীদের সম্পূর্ণভাবে সাহায্য করবেন তিনি। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, তদন্তে সহযোগিতা করছেন না তিনি। আর এই খবর তিনি বিশ্বস্ত সূত্রে পেয়েছেন বলে জানান।
শুক্রবার সকাল এগারোটা বারো মিনিটে সিজিও কমপ্লেক্সে ঢোকেন সায়নী ঘোষ। এর আগে দু’দিন ধরে সংবাদ মাধ্যমের কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। দলের তারফেও জানানো হয় তারা সায়নীর সন্ধান জানেন না। এরপরই শুক্রবার তিনি হাজিরা দেবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।
কিন্তু সময়মতো শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি এবং জানান তিনি নাকি নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলেছে তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকলে সে খবর দলের কাছে কেন ছিল না?
সূত্রের খবর, সায়নীকে কুন্তলের সঙ্গে তার যোগাযোগ, লেনদেন নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এরই মধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বিশ্বস্ত সূত্রে খবর পাচ্ছি সায়নী জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না।
বৃহস্পতিবার সায়নীর খোঁজ না পাওয়ার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতিকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে সুকান্তবাবু বলেছিলেন, এরপর হয়তো আমরা সায়নী অন্তর্ধান রহস্য নতুন সিনেমা দেখতে পাবো। আমরা সবাই সিনেমা দেখব এবং হাততালি দেবো।