ঘাটালের শিলাবতী নদীর উপর সাহেবঘাটে অবিলম্বে কংক্রিটের ব্রিজ নির্মানের দাবিতে “সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি” কলকাতা অভিযানের ডাক দিল। আজ কালিচক-বাড়গোবিন্দ হাইস্কুলে কমিটির এক জরুরি বর্ধিত সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিটির মুখ্য উপদেষ্টা তথা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা, যুগ্ম সম্পাদক কানাই লাল পাখিরা ও ঝাড়েশ্বর মাজি প্রমুখ। সাহেবঘাট ব্রিজ সংলগ্ন ২৫টি গ্রামের শতাধিক মানুষ সভায় উপস্থিত ছিলেন। ব্রিজ নির্মানের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন নারায়ণবাবু।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আর টালবাহানা নয়, অবিলম্বে সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য অর্থ মঞ্জুরের দাবিতে আগামী ১২ অক্টোবর ভুক্তভোগী মানুষদের নিয়ে কলকাতা অভিযান করে মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে গণডেপুটেশন দেওয়া হবে। বেসরকারি কাঠের সেতুতে টোল ট্যাক্স মুকুব সম্বন্ধে ঘাটাল পঞ্চায়েত সমিতি জনগণের দাবিকে মান্যতা দিয়ে দ্রুত সিদ্ধান্ত না দিলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। সহস্রাধিক এলাকার বাসিন্দারা উক্ত কর্মসূচিতে যোগ দেবেন বলে কানাই লাল পাখিরা জানান।
কমিটির অভিযোগ, শীলাবতীর সাহেবঘাটে সেচ দপ্তর প্রায় দশ বছর পূর্বে মাটি পরীক্ষা করলেও আজও সেই স্থানে কংক্রিটের ব্রিজ নির্মিত হয়নি। নেতৃবৃন্দের বক্তব্য, ওই স্থানে একটি পাকা ব্রিজ হলে ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ অত্যন্ত অল্প সময়ে এলাকার উৎপাদিত সবজি সহ দাসপুর হয়ে যাতায়াত করতে পারবে।