আলোচনার টেবিলে তখন তাঁরা মুখোমুখি। হঠাৎই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কান থেকে খুলে পড়ে গেল হেডফোন। এর পর দেখা গেল এক অভিনব দৃশ্য, যত বার তিনি সেটি তুলে কানে গোঁজার চেষ্টা করেন, ততবারই খুলে পড়ে যায়। কান বদলানোর পরেও হেডফোনটি যথাস্থানে বসাতে পারেননি তিনি।
শরিফের দশা দেখে এগিয়ে আসেন এক সহকারী। পাক প্রধানমন্ত্রীর ডান কানে হেডফোনটি বসিয়ে দেন। কিন্তু কয়েক সেকেন্ড পরেই ফের একই দৃশ্য! ততক্ষণে হাসতে শুরু করেছেন টেবিলের ওপারে বসা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হাসি উপস্থিত দু’দেশের প্রতিনিধিদলের সদস্যদের মুখেও। শেষ পর্যন্ত ফের সেই সহকারীর চেষ্টায় শরিফের কানে ঠাঁই পায় হেডফোন।
বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কোঅপারেশন শীর্ষ সম্মেলনের অবসরে দুই রাষ্ট্রনেতার পার্শ্ববৈঠকের সময় ওই ‘হাসির দৃশ্য’ ঘিরে ইতিমধ্যেই পাক রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ভিডিয়োটি নেটমাধ্যমে প্রকাশ করে পাক প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে।
ইমরানের দলের আর এক নেতা তথা পাক ন্যাশনাল অ্যাসেম্বলির প্রাক্তন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি শুক্রবার পুতিন-শাহবাজের ওই বৈঠকেরই একটি ছবি টুইট করেছেন। তাতে দেখা যাচ্ছে, দুই রাষ্ট্রনেতার আলোচনা চলাকালীন রুশ প্রতিনিধিরা কাগজ-কলম নিয়ে নোট নিচ্ছেন। কিন্তু পাক প্রতিনধিরা চুপ করে বসে রয়েছেন। টুইটারে সুরি লিখেছেন, ‘এক পক্ষ আলোচনার বিষয়গুলি লিখে রাখছে। অন্য পক্ষ ন্যাকার মতো অলস ভাবে বসে রয়েছে’।