Russia-Ukraine War: ইউক্রেনে রুশ হামলার জেরে টান পড়তে পারে মধ্যবিত্তের পকেটে! বাড়তে পারে বহু জিনিসের দাম

1/7বিস্ফোরণে জ্বলছে খরকিভ থেকে কিয়েভ। সেদেশের আকাশে যুদ্ধের কালো ধোঁয়া, আর মাটিতে রণাঙ্গনের রক্ত। ইউক্রেনে রুশ হামলার দ্বিতীয় দিনে ঠিক এমনই ছবি উঠে আসছে। ইউরোপের বুকে রাশিয়ার এই হামলা যে শুধু দুই দেশের মানুষের উদ্বেগ বাড়িয়েছে তা নয়। ‘যুদ্ধ’ নিজের সূত্র মেনে গোটা বিশ্বকে আতঙ্কে রেখেছে। ইতিমধ্যেই অর্থনীতিতে এর প্রভাব পড়তে শুরু করেছে। যুদ্ধের কালো মেঘ প্রভাব ফেলেছে শেয়ার বাজারের লাল রেখায়। বিশেষজ্ঞরা বলছেন, এখানেই শেষ নয়। পুতিনের রাশিয়ার এই হামলা প্রভাব ফেলতে পারে সুদূর ভারতের কোনও এক খেটে খাওয়া মজুরের সংসার থেকে বিলাসী অট্টালিকার হেঁশেলে। প্রভাব পড়তে পারে মধ্যবিত্তের পকেটে। কারণ ইউক্রেন ও রাশিয়ার এই সংঘাতের ফলে বেড়ে যেতে পারে অপরিশোধিত তেলের দাম। যে দাম বেড়ে যাওয়ার ঘটনা অবিশ্যম্ভাবী। প্রভাব পড়তে পারে এলপিজির দামেও। ছবি সৌজন্য- AP/PTI( (AP)

ইউক্রেনে রুশ হামলার প্রভাবে হলমার্কের সোনার ২২ ক্যারেটের দাম ১০ গ্রামে ৫০ হাজার ৩০০ টাকা, ২৪ ক্যারেটে ১০ গ্রামের দাম ৫২,২৫০ টাকা। গহমার সোনার দামও ৫০ হাজারের কাছাকাছি। (REUTERS)
2/7ইউক্রেনে রুশ হামলার প্রভাবে হলমার্কের সোনার ২২ ক্যারেটের দাম ১০ গ্রামে ৫০ হাজার ৩০০ টাকা, ২৪ ক্যারেটে ১০ গ্রামের দাম ৫২,২৫০ টাকা। গহমার সোনার দামও ৫০ হাজারের কাছাকাছি। (REUTERS)
এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। কারণ বিশ্বে অপরিশোধিত তেলের বৃহত্তম উৎপাদনস্থল হল রাশিয়া। প্রতি ব্যারেলে এখন অপরিশোধিত তেলের দাম হয়েছে ১০৫ ডলার। যা গত ৮ বছরের নিরিখে সর্বোচ্চ দাম। মনে করা হচ্ছে, রাশিয়ার এই আক্রমণে তেলের যোগানে টান পড়তে পারে। ফলে স্বভাবতই বাড়তে পারে দাম। (REUTERS)
3/7এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। কারণ বিশ্বে অপরিশোধিত তেলের বৃহত্তম উৎপাদনস্থল হল রাশিয়া। প্রতি ব্যারেলে এখন অপরিশোধিত তেলের দাম হয়েছে ১০৫ ডলার। যা গত ৮ বছরের নিরিখে সর্বোচ্চ দাম। মনে করা হচ্ছে, রাশিয়ার এই আক্রমণে তেলের যোগানে টান পড়তে পারে। ফলে স্বভাবতই বাড়তে পারে দাম। (REUTERS)
বহু বিশেষজ্ঞ ও বাজার বিশ্লেষক সংস্থার দাবি অপরিশোধিত তেলের জাম বিশ্ববাজারে ব্যারেল প্রতি দেড়শো ডলারে পৌঁছে যাবে। এর প্রভাব বিশ্বের জিডিপিতে পড়বে। যা ভারতের ডিজিপিকেও প্রভাবিত করবে। এদিকে পাইকারি বাজারে ৯ শতাংশ দ্রব্যের সরাসরি যোগাযোগ রয়েছে তেলজাত পণ্যের। ফলে সেই সমস্ত পণ্যেও পড়বে প্রভাব।(ছবি সৌজন্যে এএফপি)
4/7বহু বিশেষজ্ঞ ও বাজার বিশ্লেষক সংস্থার দাবি অপরিশোধিত তেলের জাম বিশ্ববাজারে ব্যারেল প্রতি দেড়শো ডলারে পৌঁছে যাবে। এর প্রভাব বিশ্বের জিডিপিতে পড়বে। যা ভারতের ডিজিপিকেও প্রভাবিত করবে। এদিকে পাইকারি বাজারে ৯ শতাংশ দ্রব্যের সরাসরি যোগাযোগ রয়েছে তেলজাত পণ্যের। ফলে সেই সমস্ত পণ্যেও পড়বে প্রভাব।(ছবি সৌজন্যে এএফপি)
এদিকে, বলা হচ্ছে রান্নার তেলের দামও বাড়বে। গত কয়েক সপ্তাহ ধরেই সান ফ্লাওয়ার অয়েলের দাম বাড়তে দেখা গিয়েছে। কারণ কৃষ্ণসাগরের পথে যে জাহাজগুলি তেল রপ্তানির কাজে নিয়োজিত, তারা ওই সমুদ্রুথ এড়িয়ে যাবে যুদ্ধের ফলে। ঘুরপথে ভোজ্যতেল (যা আমদানি করা হয়) আসলে তার দান বাড়তে পারে ভারতের বাজারে। এরফলে বাড়তে পারে গমেরও দাম। (ছবিটি প্রতীকী) (REUTERS)
5/7এদিকে, বলা হচ্ছে রান্নার তেলের দামও বাড়বে। গত কয়েক সপ্তাহ ধরেই সান ফ্লাওয়ার অয়েলের দাম বাড়তে দেখা গিয়েছে। কারণ কৃষ্ণসাগরের পথে যে জাহাজগুলি তেল রপ্তানির কাজে নিয়োজিত, তারা ওই সমুদ্রুথ এড়িয়ে যাবে যুদ্ধের ফলে। ঘুরপথে ভোজ্যতেল (যা আমদানি করা হয়) আসলে তার দান বাড়তে পারে ভারতের বাজারে। এরফলে বাড়তে পারে গমেরও দাম। (ছবিটি প্রতীকী) (REUTERS)
ইতিমধ্যেই ভারতে এলপিজি গ্যাসের দাম কমতিতে রয়েছে। ৫ রাজ্যে নির্বাচনের আগে তা কমতির দিকে ছিল। তবে নির্বাচন মিটলে তাতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রভাব পড়তে পারে। বিশ্বে রাশিয়া সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদক দেশ। আর যুদ্ধের ফলে যে তা তাদের ভাঁড়ারের টান যোগাবে তা বলাই বাহুল্য। ফলে বিশ্বে চাহিদার তুলনায় কমবে গ্যাসের যোগান। যা প্রভাব ফেলতে পারে এলপিজি গ্যাসের দামে।(ছবি সৌজন্যে রয়টার্স)
6/7ইতিমধ্যেই ভারতে এলপিজি গ্যাসের দাম কমতিতে রয়েছে। ৫ রাজ্যে নির্বাচনের আগে তা কমতির দিকে ছিল। তবে নির্বাচন মিটলে তাতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রভাব পড়তে পারে। বিশ্বে রাশিয়া সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদক দেশ। আর যুদ্ধের ফলে যে তা তাদের ভাঁড়ারের টান যোগাবে তা বলাই বাহুল্য। ফলে বিশ্বে চাহিদার তুলনায় কমবে গ্যাসের যোগান। যা প্রভাব ফেলতে পারে এলপিজি গ্যাসের দামে।(ছবি সৌজন্যে রয়টার্স)
মোবাইলে অটোমেটিভ এগজস্ট সিস্টেমে ব্যবহার করা হয় প্যালাডিয়াম নামের একটি ধাতু। আর তা উৎপাদন হয় রাশিয়ায়। যুদ্ধের জেরে এই ধাতুর দাম বাড়তে মোবাইলের সেট-এর দাম কোনদিকে যাবে তা নিয়ে রয়েছে সংশয়।(ছবিটি প্রতীকী, রয়টার্স)
7/7মোবাইলে অটোমেটিভ এগজস্ট সিস্টেমে ব্যবহার করা হয় প্যালাডিয়াম নামের একটি ধাতু। আর তা উৎপাদন হয় রাশিয়ায়। যুদ্ধের জেরে এই ধাতুর দাম বাড়তে মোবাইলের সেট-এর দাম কোনদিকে যাবে তা নিয়ে রয়েছে সংশয়।(ছবিটি প্রতীকী, রয়টার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.