Russia-Ukraine War: মাঝপথে ছেড়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়,AK-47 হাতে আজ কিয়েভের পথে বছর ২৬-এর সাংসদ

1/5সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ইউক্রেনের সাংসদ সভিয়াতোস্লাভ ইউরাশের ছবি। তাতে দেখা যাচ্ছে তিনি হাসিমুখে একে-৪৭ হাতে কিয়েভের রাজপথে দাঁড়িয়ে আছেন। (ছবি সৌজন্যে টুইটার)

ইউক্রেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাংসদ হয়ে ইতিহাস গড়েছিলেন সভিয়াতোস্লাভ ইউরাশ। আর সেই ইতিহাস গড়ার মাত্র তিন বছর পর নিজের দেশের জন্য অস্ত্র ধরতে হয়েছে তাঁকে। ইউরাশের জন্ম ১৯৯৬ সালে। সার্ভেন্ট অফ পিপল দলের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছুদিনের জন্য পড়াশোনা করেছিলেন। পরে ইউরোময়দান আন্দোলন শুরু হতে তিনি দেশে ফিরে আসেন। (ছবি সৌজন্যে টুইটার)
2/5ইউক্রেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাংসদ হয়ে ইতিহাস গড়েছিলেন সভিয়াতোস্লাভ ইউরাশ। আর সেই ইতিহাস গড়ার মাত্র তিন বছর পর নিজের দেশের জন্য অস্ত্র ধরতে হয়েছে তাঁকে। ইউরাশের জন্ম ১৯৯৬ সালে। সার্ভেন্ট অফ পিপল দলের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছুদিনের জন্য পড়াশোনা করেছিলেন। পরে ইউরোময়দান আন্দোলন শুরু হতে তিনি দেশে ফিরে আসেন। (ছবি সৌজন্যে টুইটার)
ইউরাশ বলেন, ‘আমরা ইউরোপের সবচেয়ে বড় জাতি। আমরা ৪ কোটি মানুষের একটি জাতি। রাশিয়ার আগ্রাসনের মুখে আমরা অলসভাবে দাঁড়িয়ে থাকব না। আমরা আমাদের যা কিছু আছে তা নিয়েই লড়াই করব। বিশ্ব আমাদের যা সহায়তা দেবে তাও আমরা গ্রহণ করব।’ (ছবি সৌজন্যে টুইটার)
3/5ইউরাশ বলেন, ‘আমরা ইউরোপের সবচেয়ে বড় জাতি। আমরা ৪ কোটি মানুষের একটি জাতি। রাশিয়ার আগ্রাসনের মুখে আমরা অলসভাবে দাঁড়িয়ে থাকব না। আমরা আমাদের যা কিছু আছে তা নিয়েই লড়াই করব। বিশ্ব আমাদের যা সহায়তা দেবে তাও আমরা গ্রহণ করব।’ (ছবি সৌজন্যে টুইটার)
https://2ccd4123b43938397ab8023864363078.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
ইউক্রেনের সর্বকনিষ্ঠ সাংসদ আরও বলেন, ‘বিশ্বের কাছে আমাদের বার্তা - আমরা আপনার সমর্থন প্রয়োজন, আপনাদের সাহায্য প্রয়োজন। রাশিয়া প্রতিটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং আমাদের এই লড়াইয়ে জয়ী হওয়া দরকার। শুধু আমাদের জন্যই এই লড়াই নয়, আন্তর্জাতিক আইন টিকিয়ে রাখার জন্য এই লড়াই।’ (ছবি সৌজন্যে টুইটার)
4/5ইউক্রেনের সর্বকনিষ্ঠ সাংসদ আরও বলেন, ‘বিশ্বের কাছে আমাদের বার্তা – আমরা আপনার সমর্থন প্রয়োজন, আপনাদের সাহায্য প্রয়োজন। রাশিয়া প্রতিটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং আমাদের এই লড়াইয়ে জয়ী হওয়া দরকার। শুধু আমাদের জন্যই এই লড়াই নয়, আন্তর্জাতিক আইন টিকিয়ে রাখার জন্য এই লড়াই।’ (ছবি সৌজন্যে টুইটার)
বন্দুক হাতে ইউরাশের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। দেশকে রক্ষা করতে ইউরাশ এখন এক অনুপ্রেরণার নাম।
5/5বন্দুক হাতে ইউরাশের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। দেশকে রক্ষা করতে ইউরাশ এখন এক অনুপ্রেরণার নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.