Russia-Ukraine Crisis: আটকে পড়া ভারতীয়দের সুরক্ষা সবার আগে, জানাল বিদেশ মন্ত্রক

চোখে মুখে উৎকণ্ঠা। কীভাবে ইউক্রেন থেকে ভারতীয় ছাত্রছাত্রীরা ফিরবেন নিজের দেশে? এসবের মধ্যে একাধিক আশার কথা শোনাল ভারতের বিদেশমন্ত্রক। বিদেশ দফতরের সচিব হর্ষ ভি শ্রীংলা ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান জানিয়ে দিয়েছেন। এদিকে সূত্রের খবর, ইউক্রেনে আটকে রয়েছেন প্রায় ২০ হাজার ভারতীয়। তবে সেখানে থাকা ভারতীয়দের সুরক্ষা দেশের কাছে অগ্রাধিকার পাবে। সাফ জানিয়েছে বিদেশমন্ত্রক। দেখে নেওয়া যাক ঠিক কোন দশটি পয়েন্টে আলো ফেলেছে বিদেশমন্ত্রক।

১) বাস্তব পরিস্থিতি অত্যন্ত জটিল ও দ্রুত পরিবর্তন হচ্ছে।ট্রেন্ডিং স্টোরিজ

২)গত কয়েকদিন ৪ হাজার ভারতীয়কে ইউক্রেন থেকে বের করা হয়েছে। কন্ট্রোল রুমে ৯৮০টি ফোন ও ৮৫০টি ইমেল এসেছে।

৩) প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় ছাত্রছাত্রী সহ ভারতীয় নাগরিকদের সুরক্ষা ভারতের কাছে অগ্রাধিকার পাচ্ছে।

৪) কিভ থেকে সুরক্ষিত পথে ভারতীয়দের সরানো হচ্ছে।

৫) প্রয়োজনে এয়ারলিফ্ট করে ভারতীয়দের সরানোর ব্যাপারেও প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

৬) মাস খানেক আগে থেকেই ইউক্রেনে থাকা ভারতীয়দের অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে।

৭) ইউক্রেনে থাকা ভারতীয় দূতাবাস অত্যন্ত সক্রিয় রয়েছে। সেখানকার বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

৮) ইউক্রেনের সমস্ত বিশ্ববিদ্যালয়কে অনলাইনে ক্লাস করানোর ব্যাপারে অনুরোধ করা হয়েছে। বিদেশ দফতর ভারতীয় ছাত্রেদের সুরক্ষার জন্য যা করার সবটা করবে। 

৯) রাশিয়ার উপর আমেরিকা, ব্রিটেন, জাপান সহ কিছু দেশ স্য়াংশন জারি করেছে। ভারত গোটা বিষয়ের উপর নজর রাখছে যে দেশের উপর এতে কী প্রভাব পড়বে।

১০) ভারতের বিদেশমন্ত্রী পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.