ইউক্রেনে রুশ আগ্রাসন ঘিরে যে আশঙ্কার মেঘ গত কয়েকদিন দানা বেঁধেছিল,তা কার্যত কিছুটা হলেও কাটিয়ে দিল মস্কো। সংবাদ সংস্থা এএফপির খবর অনুযায়ী, মস্কো জানিয়েছে, ক্রিমিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে তারা। তবে, সম্পূর্ণ রূপে সেনা প্রত্যাহার নয়, রাশিয়া জানিয়েছে সেনার একাংশ ফিরে যাচ্ছে ক্রিমিয়া থেকে। সেখানে রুশ সেনার মহড়া শেষ হতেই তারা ফিরে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া।
ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব ঘিরে যখন রুশ আগ্রাসনকে সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল, তযনই কার্যত পুরনো অবস্থান থেকে নাটকীয়ভাবে ঘুরে যাচ্ছে মস্কোর কূটনীতি। সেনা জওয়ানদের ফিরিয়ে আনা ঘিরে এদিন বড় বার্তা দিন মস্কো। প্রসঙ্গত, মস্কো মঙ্গলবারই জানিয়ে দিয়েছে যে তাদের সেনার একাংশ নিজেদের কাজ শেষ করে রেলপথে ও সড়কপথে ঘরে ফিরছে। তাতেই মনে করা হয়েছিল যে এবার সম্ভবত আন্তর্জাতিক মহলের চাপে ইউক্রেন আক্রমণ থেকে পিছু হটছে রাশিয়া। তারই মাঝে আরও একটি খবর উঠে আসতে থাকে। এক মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে জানানো হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতেই সম্ভবত ইউক্রেনে হমলা করতে পারে রাশিয়া। যদিও সেই সম্ভাবনাকে নস্যাৎ করে ভ্লাদিমির পুতিনের দেশ এদিন ইউক্রেন সীমান্ত থেকে সেনার একাংশকে ফিরিয়ে আনার কথা জানিয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
নিউজ এজেন্সি এএফপি জানিয়েছে যে, বিতর্কিত ভূখণ্ডের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী একটি ব্রিজের ছবি এদিন মস্কোর বার্তাকে সঠিক প্রমাণ করে। দেখা গিয়েছে, বিতর্কিত ভূখণ্ডের থেকে এই ব্রিজ বরাবর রুশ সেনা রাশিয়ার ভূখণ্ডের দিকে ফিরছে। উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে প্রচুর রুশ সেনার জমায়েত দেখা গিয়েছিল, তাতে মনে করা হচ্ছিল ইউক্রেনের বুকে রাশিয়ার হামলা যেকোনও সময়ে ঘটে যেতে পারে। উল্লেখ্য, যুদ্ধের নিনাদ বাজতেই রাশিয়াকে সতর্ক করে আমেরিকা। কার্যত ওয়াশিংটন হুঁশিয়ারির সুরে জানিয়ে দেয়, মস্কো একধাপও এগোলে গোটা পশ্চিমী বিশ্ব ছেড়ে কথা বলবে না। এদিকে, ইউক্রেনে রুশ আগ্রাসন যে রাশিয়ার সঙ্গে ইউরোপের সংঘাতের নতুন সূত্রপাত ঘটাবে, সেই শর্তও বারবার প্রকট হচ্ছিল পরিস্থিতি ঘিরে। এদিকে ততক্ষণে, ইউক্রেন সীমান্তে রুশ সুখোই যুদ্ধবিমান, বড়সড় যুদ্ধট্যাঙ্ক, সেনা হেলিকপ্টারের গতিবিধি ঘিরে শুরু হয় উদ্বেগ। তারই মাঝে বিশ্বকে স্বস্তির বার্তা দিয়ে মস্কো জানিয়ে দিয়েছে যে তারা ক্রিমিয়া থেকে সেনার একাংশকে ফিরিয়ে নিয়ে আসছে।