রতনপুরের সাংস্কৃতিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘সৃজন’ এ ইংরেজি নববর্ষে একটি গ্রামীণ গ্রন্থাগারের উদ্বোধন হল। প্রতিষ্ঠানটি বীরভূম জেলার কোপাই স্টেশনের কাছে রতনপুর গ্রামে গড়ে উঠেছে। এটি শান্তিনিকেতন থেকে ১১ কিলোমিটার দূরে, কোপাই স্টেশনের কাছেই একটি সুন্দর পরিচ্ছন্ন গ্রাম রতনপুর।
এই প্রতিষ্ঠানের কর্ণধার কালীকৃষ্ণ ভট্টাচার্য ও রামকৃষ্ণ ভট্টাচার্য দুজন মিলে এখানে গড়ে তুলেছে গ্রামীণ গ্রন্থাগার। মূল লক্ষ্য গ্রামের সাধারণ ছাত্র-ছাত্রী ও মানুষদের জন্য বিনামূল্যে পড়ার জন্যে বই দেওয়া। পয়লা জানুয়ারি এই গ্রামীণ গ্রন্থাগারের উদ্বোধন করলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভের আর্কিভিষ্ট ডক্টর মধুরিমা সেন। সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিং সেন্ট পলস্ স্কুলের শিক্ষক গৌতম ভট্টাচার্য। আশেপাশের গ্রামের কিছু মানুষজন ও সৃজনের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানের অংশগ্রহণ করেছিলেন।
ডঃ মধুরিমা সেন ফিতে কেটে ও প্রদীপ প্রোজ্জ্বলন করে গ্রন্থাগার উদ্বোধন করেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বার্তা পৌঁছে দেন তিনি ও গৌতম ভট্টাচার্য। প্রত্যেক রবিবার এই গ্রন্থাগার সকলের জন্য খোলা থাকে। কালীকৃষ্ণ ভট্টাচার্য প্রথমে ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রায় ৩০০ বই নিয়ে এই গ্রন্থাগার শুরু করেন।
গত কয়েক মাসে আরো কিছু মানুষ প্রায় ২০০ বই পাঠিয়ে এই গ্রন্থাগারকে সাহায্য করেছেন। এখানে বিভিন্ন ধরনের গল্প বই, নীতি শিক্ষার বই, সাধারণ জ্ঞানের বই ও অন্যান্য বই রয়েছে যা গ্রামের যে কোনও মানুষ বা ছাত্র-ছাত্রী বাড়ি নিয়ে যেতে পারেন। পড়ার পর সেই বই গ্রন্থাগারে ফেরত দিয়ে আবার নতুন বই তোলা যাবে।