প্রকাশিত হল আরআরবি এনটিপিসি পরীক্ষার ফলাফল। যাঁরা নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরির (এনটিপিসি) প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) দিয়েছিলেন, তাঁরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন।
কীভাবে ফলাফল দেখবেন?
ট্রেন্ডিং স্টোরিজ
দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরির (এনটিপিসি) প্রথম পর্যায়ের ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক দক্ষিণ রেল)
RRB NTPC Result: ৩৫,০০০-র বেশি পদে নিয়োগের RRB NTPC পরী ….
ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই
দশম পাশদের জন্য রেলে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন জানাতে লাগ ….
স্পোর্টস কোটায় গ্রুপ ‘সি’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ-মধ্য রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
Indian Railways Recruitment: গ্রুপ ‘সি’ পদে নিয়োগের বিজ ….
প্রকাশিত হল ২০১৭ সালের প্রাথমিক টেটের ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর সেহগল/হিন্দুস্তান টাইমস)
Primary TET 2017 Results: প্রকাশিত হল প্রাথমিক টেটের ফল ….
১) সংশ্লিষ্ট আঞ্চলিক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) হোমপেজে ‘CEN 01/2019(NTPC)- CBT-I Result’ আছে। তার পাশে ‘Click here’ আছে। তাতে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) ‘List of candidates shortlisted for CBT-II for Level-2’-র পাশে ‘Click here’ আছে। তাতে ক্লিক করুন।
৫) একটি পিডিএফ খুলে যাবে। যে প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টের (সিবিটি) জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের রোল নম্বর দেওয়া আছে।
৬) ভবিষ্যতের জন্য সেই পিডিএফ ডাউনলোড করে রেখে দিন।
উদাহরণ হিসেবে, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) অফিসিয়াল ওয়েবসাইট www.rrbkolkata.gov.in-তে যান। তারপর বাকি ধাপ মেনে এগিয়ে চলুন। কলকাতা আরআরবির আওতায় যে প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টের (সিবিটি) জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের তালিকা দেখে নিন –
কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) আওতায় সরাসরি RRB NTPC Result দেখতে ক্লিক করুন – এখানে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি সিইএন ০১/২০১১৯ (CEN 01/2019) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এনটিপিসি পদে ৩৫,২৮১ জনকে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম ধাপের এনটিপিসি পরীক্ষা হওয়ার কথা ছিল। তা ক্রমশ পিছিয়ে যেতে থাকে। শেষপর্যন্ত ২০২০ সালের ২৮ ডিসেম্বর থেকে গত বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশজুড়ে সাতটি দফায় পরীক্ষা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ের সিবিটি পরীক্ষা হবে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।