ঘরের মাঠে ‘হল্লাবোল’ স্লোগান তুলে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। যশস্বী জয়সওয়াল ও জস বাটলারের ব্যাটিং ঝড়ের সামনে এমনিতেই বেসামাল হয়ে গিয়েছিল ডেভিড ওয়ার্নারের দল। এরপর বল হাতে বাইশ গজে আগুন ঝরালেন ট্রেন্ট বোল্ট। নিউ জিল্যান্ডের বাঁহাতি জোরে বোলার নিলেন ২৯ রানে ৩ উইকেট। তাঁকে অবশ্য যোগ্য সঙ্গত দিলেন টিম ইন্ডিয়ার দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (২৫/২) ও যজুবেন্দ্র চাহাল (২৭/৩) । ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানে গুটিয়ে গেল দিল্লির ইনিংস। আর এই লজ্জার হারের সঙ্গে চলতি আইপিএল-এ হারের হ্যাটট্রিক করল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের দল।
অবশ্য দিল্লির হারের আরও বড় কারণ হল পৃথ্বী শাহের চরম অফ ফর্ম। এমনিতেই নারীঘটিত ব্যাপারে এমনিতেই ব্যাপক চাপে তারকা ওপেনার। সেই চাপের প্রভাব তাঁর ব্যাটিংয়েও দেখা যাচ্ছে। গত তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে মাত্র (১২,৭,০) ১৯ রান এসেছে। এরমধ্যে এদিন আবার তাঁকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে দল মাঠে নামিয়েছিল। বিপক্ষের উপর ‘ইমপ্যাক্ট’ ফেলা তো অনেক দূরের কথা, পৃথ্বী খারাপ ব্যাটিংয়ের নমুনা বজায় রেখে নিজের দলের কাছেই যেন বোঝা হয়ে যাচ্ছেন! আর এক অভিজ্ঞ ও একাধিক ফ্র্যাঞ্চাইজি খেলা মনীশ পাণ্ডের অবস্থাও তাই। তিনিও খালি হাতে ফিরলেন। দুই তারকা ব্যাটারকে ফেরান ট্রেন্ট বোল্ট। ফলে কোনও রান না তুলেই ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দিল্লি। ললিত যাদব করলেন ২৪ বলে ৩৮ রান। তাঁকেও ফেরান ট্রেন্ট বোল্ট।