আবার নজির গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবলে ৯৫০ গোল করে ফেললেন পর্তুগিজ ফুটবলার। জিতল তাঁর দল আল নাসেরও। সৌদি প্রো লিগে শনিবার রাতে ২-০ গোলে তারা হারিয়েছে আল হাজেমকে। ম্যাচের পর সমর্থকদের উদ্দেশে বার্তাও দিয়েছেন রোনাল্ডো।
ম্যাচের প্রথমার্ধে আল নাসেরের দাপটকে ঠেকিয়ে রেখেছিল আল হাজেম। তাদের গোলকিপার ব্রুনো ভারেলা দুটো দারুণ সেভ করেন। গোল করতে দেননি অ্যাঙ্খেলো গ্যাব্রিয়েল এবং সাদিয়ো মানেকে। ২৫ মিনিটে গোল করে আল নাসের। আয়মান ইয়াহিয়া লম্বা বল পেয়ে বাঁ প্রান্ত ধরে দৌড়ে বক্সে ক্রস রাখেন। বিপক্ষের বক্সে অরক্ষিত ছিলেন জোয়াও ফেলিক্স। তিনি হেডে গোল করেন।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে আল হাজেম। তাদের বক্সে ঢুকতেই পারছিলেন না আল নাসেরের ফুটবলারেরা। রোনাল্ডো নিজে কিংসলে কোমান এবং মানেকে দু’টি পাস বাড়ালেও নিজে গোলমুখ খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে কোমানের পাস থেকে গোল করেন তিনি।
পেশাদার ফুটবলে ৯৫০তম গোল করার পর রোনাল্ডো সমাজমাধ্যমে লিখেছেন, “দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে খুশি। আরও বেশি গোল করার জন্য ক্ষুধার্ত।” রোনাল্ডো কিছু দিন আগেই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য ১০০০টি গোল করা। সেই লক্ষ্যের পিছনেই তিনি ধাওয়া করছেন। এমনকি পরিবার তাঁকে অবসর নেওয়ার কথা বললেও তিনি সেটা নিয়ে ভাবছেন না।
সৌদি প্রো লিগে সব ক’টিই ম্যাচেই জিতল আল নাসের। ১৮ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে।

