টেস্ট ক্রিকেটে ফর্মে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে এক দিনের ক্রিকেটে তাঁদের বসিয়ে দেওয়ার সম্ভাবনা কম। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে তাই দেখা যেতে পারে রোহিত এবং বিরাটকে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তার আগে রোহিতদের সাদা বলের ক্রিকেটে দেখে নিতে চাইবে দল। খেলতে পারেন মহম্মদ শামি। তবে চোটের কারণে অনিশ্চিত জসপ্রীত বুমরাহ। দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন দল গড়তে পারে ভারত।
ওপেনিং ব্যাটার
ওপেনার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে দেখা যেতে পারে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালকে। তৃতীয় ওপেনার হিসাবে দলে থাকবেন শুভমন গিল। এক দিনের ক্রিকেটে রোহিত নেতৃত্ব দেবেন দলকে। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ফাইনাল খেলেছিল দল। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁকে সুযোগ দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। সেই জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলানো হবে রোহিতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যশস্বী রান করেছেন। এক দিনের ক্রিকেটেও রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন তিনি। তবে শুভমন এক দিনের দলে প্রথম একাদশে সুযোগ পাবেন কি না তা বলা কঠিন। তবে দলে থাকবেন তিনি। তৃতীয় ওপেনার হিসাবে জায়গা পেতে পারেন।
মিডল অর্ডার
এক দিনের ক্রিকেটে তিন নম্বরে খেলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধেও সেই দায়িত্ব সামলাতে হতে পারে তাঁকে। লাল বলের ক্রিকেটে সমস্যা হলেও সাদা বলের ক্রিকেটে নিজের ফর্ম ফিরে পেতে পারেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললে নির্বাচকেরা চাইবেন তিনি বড় প্রতিযোগিতার আগেই রানে ফিরুন। সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলানো হতে পারে তাঁকে।
এক দিনের ক্রিকেটে ভারতের মিডল অর্ডার সামলানোর জন্য থাকবেন শ্রেয়স আয়ার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করছেন তিনি। চার নম্বরে নামতে পারেন শ্রেয়স। রোহিত এবং বিরাট রান না পেলে ইনিংস গড়ার কাজটা করতে পারেন তিনি। সেই সঙ্গে থাকবেন উইকেটরক্ষক ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনও। মিডল অর্ডারে তাঁদের মধ্যে এক জন সুযোগ পাবেন। পাল্লা ভারী পন্থের। তবে সঞ্জুও ফর্মে রয়েছেন। বিজয় হজারে ট্রফিতে যদিও খেলেননি তিনি। কিন্তু সাদা বলের ক্রিকেটে সঞ্জু ফর্মে রয়েছেন। দলে থাকবেন লোকেশ রাহুলও। তাঁকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে হয়তো নামবে না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনিই একমাত্র ভরসা দিয়েছিলেন দলকে। তাই এক দিনের দলেও তাঁকে রাখা হতে পারে।
অলরাউন্ডার
টেস্ট থেকে দূরে হার্দিক পাণ্ড্য। কিন্তু সাদা বলের ক্রিকেটে তিনি দলে অবশ্যই থাকবেন। হার্দিককে দলে রাখলেও অলরাউন্ডার হিসাবে অস্ট্রেলিয়ায় নজর কাড়া নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে। দু’জন পেসার অলরাউন্ডারকে দলে রাখতে পারে ভারত। নীতীশকে দেখে নিতে চাইবে দল। তবে ঘরের মাঠে শুধু পেসার অলরাউন্ডার নন, সুযোগ পাবেন স্পিনার অলরাউন্ডারও। অক্ষর পটেলকে সুযোগ দেওয়া হতে পারে। খেলতে পারেন রবীন্দ্র জাডেজাও। ভারতের লোয়ার অর্ডারকে শক্তিশালী করার জন্য প্রয়োজন তাঁদের।
স্পিনার
সাদা বলের ক্রিকেটে স্পিনার হিসাবে অবশ্যই নির্বাচকদের প্রথম পছন্দ হবেন কুলদীপ যাদব। কিন্তু তাঁর চোট রয়েছে। যদি তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেন, তা হলে অবশ্যই খেলবেন। না হলে সুযোগ দেওয়া হতে পারে রবি বিষ্ণোইকে। তবে স্পিনার হিসাবে দলে সুযোগ পাওয়ার দাবিদার বরুণ চক্রবর্তীও। সাদা বলের ক্রিকেটে তিনি ফর্ম ফিরে পেয়েছেন। পারফর্মও করেছেন। তাই ভারত দু’জন স্পিনার নিয়ে দল গড়লে বরুণ থাকবেন। তবে অলরাউন্ডার অক্ষর এবং জাডেজা থাকায় এক জন স্পিনার নিয়েও দল গড়তে পারে ভারত।
পেসার
প্রথম একাদশে হয়তো দু’জন পেসার নিয়ে খেলবে ভারত। তাই দল গড়ার সময় তিন জন পেসারকে নিতে পারেন নির্বাচকেরা। ভারতীয় জার্সিতে প্রত্যাবর্তন হতে পারে মহম্মদ শামির। তিনি ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে নিয়মিত খেলছেন। লাল বলের ক্রিকেটে খেলার মতো ফিটনেস তৈরি না হলেও সাদা বলের ক্রিকেটে হয়তো খেলতে পারবেন। তাই জসপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে শামির উপর। বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ সিরাজকেও। তিনি টানা খেলে চলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাই বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। শামির সঙ্গে তাই দ্বিতীয় পেসার হিসাবে থাকতে পারেন মায়াঙ্ক যাদব। তৃতীয় পেসার হিসাবে থাকতে পারেন হর্ষিত রানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। তেমন নজর কাড়তে না পারলেও কোচ গৌতম গম্ভীর আরও একটু সুযোগ দিতে চাইবেন তরুণ পেসারকে।
১৬ জনের দল
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা এবং মহম্মদ শামি।
সম্ভাব্য প্রথম একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মায়াঙ্ক যাদব এবং মহম্মদ শামি।