এক দিনের ক্রিকেটে ব্যাটারদের শীর্ষে রোহিত, প্রথম দশে কোহলি-সহ ভারতের আরও তিন, পিছলেন বাবর

এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ক্রমতালিকায় এগিয়েছেন বিরাট কোহলিও। প্রথম ১০-এ রয়েছেন ভারতের চার জন।

কয়েক দিন আগে সবচেয়ে বেশি বয়সে এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার হওয়ার নজির গড়েছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের সাফল্যের সুবাদে নতুন ক্রমতালিকাতেও শীর্ষ স্থান বজায় রেখেছেন তিনি। শেষ প্রকাশিত তালিকায় রোহিতের রেটিং ৭৮১। এক ধাপ এগিয়েছেন কোহলিও। ৭২৫ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন তিনি। ক্রমতালিকায় জায়গা ধরে রেখেছেন ভারতের এক দিনের দলের নতুন অধিনায়ক শুভমন গিলও। ৭৪৫ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন তিনি।

প্রথম পাঁচে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জ়াদরান এবং নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল। ৭৬৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগান ব্যাটার। কিউয়ি মিচেলের রেটিং ৭৪৬। তৃতীয় স্থানে রয়েছেন তিনি। প্রথম ১০-এ রয়েছেন ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ারও। ৭০০ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছেন তিনি।

ভারতীয়েরা লাভবান হলেও ক্রমতালিকায় পিছিয়ে পড়েছেন বাবর আজ়ম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক প্রথম পাঁচের বাইরে চলে গিয়েছেন। গত ছ’বছরে এই প্রথম বাবর এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম পাঁচে থাকলেন না। তাঁর টানা ব্যর্থতার প্রভাব পড়েছে ক্রমতালিকায়। দু’ধাপ নেমে রয়েছেন সাত নম্বরে। বাবরের রেটিং ৭০৯।

টানা ৮৩টি ইনিংসে শতরান করতে পারেননি বাবর। শেষ চারটি এক দিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৪ রান। সর্বোচ্চ ২৯। ২০২৩ সালের এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে শেষ শতরান করেছিলেন বাবর।

ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কার চরিথ আশালঙ্কা। এক ধাপ এগিয়েছেন তিনি। আশালঙ্কার রেটিং ৭১০। তালিকায় অষ্টম স্থানে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। তাঁর রেটিং ৭০৮। শ্রেয়সের পর দশম স্থানে ওয়েস্ট ইন্ডিজ়ের সাই হোপ। তাঁর রেটিং ৬৯০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.