তমলুক পৌরবাসীদের কাছে সুখবর। তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে শুরু হতে চলেছে নদী জল প্রকল্প। এই জল প্রকল্প শুরু হলে তমলুক পৌরসভা এলাকায় পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে এবং পৌরবাসীরা পরিশ্রুত পানীয় জল পাবেন। পৌরসভা শুরুর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ডিপ টিউবওয়েলের জল তুলেই সরবরাহ করা হয় পৌরসভা এলাকায়। ফলে গরম এলেই টান পড়ে সেই জলে।
বর্তমান তমলুক পৌরসভার কুড়িটি ওয়ার্ডের অনেকগুলো ওয়ার্ডেই জলের সমস্যা আছে। একাধিক ডিপ টিউবওয়েল বহু প্রাচীন, সেই সমস্যার সমাধান করা যায়নি। শহরে থাকা একটি মাত্র ওভারের ট্যাঙ্কের জায়গায় বর্তমানে অনেকগুলি ওভারের ট্যাঙ্ক হয়েছে, কিন্তু তবুও জলের সমস্যা মেটেনি। দীর্ঘদিন ধরে চেষ্টা করে অবশেষে নদী জল প্রকল্পের জন্য ছাড়পত্র মিলল।
তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানালেন, ১৩৬ কোটি টাকার এই প্রকল্প অবশেষে রাজ্য সরকারের অনুমোদন পেয়েছে এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে। এবং এই প্রকল্পের কাজ শেষ হলে শহরে জলের সমস্যা মিটবে।