Rishabh Pant: উত্তরাখণ্ডের রাস্তায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা, গুরুতর আহত ঋষভ পন্থ

ভারতের তারকা উইকেটরক্ষক ঋষভ পন্ত দিল্লি থেকে উত্তরাখণ্ডে ফেরার সময় একটি বড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পান্থ বলেন যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন গাড়ি চালানোর সময়। সে কারণে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং এই দুর্ঘটনা ঘটে। তিনি উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন যে পন্থ তাঁর বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছিলেন। নরসান সীমান্তে ডিভাইডারে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। পন্থকে প্রথমে রুরকির সক্ষম হাসপাতালে ভর্তি করা হয়।

https://twitter.com/ANI/status/1608671908261949443?s=20&t=-H2n7gNttwcineWNokDciQ

চিকিৎসকদের মতে, কপাল এবং পায়ে আঘাত পেয়েছেন পন্থ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পুলিস সুপার স্বপ্না কিশোর সিং। সক্ষম হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সুশীল নগর জানিয়েছেন যে বর্তমানে ঋষভ পন্থের অবস্থা স্থিতিশীল, তাকে ম্যাক্স দেরাদুনে রেফার করা হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আহত ক্রিকেটার ঋষভ পন্তের চিকিৎসার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিশ্চিত করতে এবং প্রয়োজনে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীদের মতে, ঋষভের গাড়িতে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একইসঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থকে দিল্লি রোডের সক্ষম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.