ঋদ্ধিমান সাহাকে ভারতীয় টেস্ট দল থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি। রঞ্জি ট্রফিতে ভালো খেলে ভারতীয় দলে ফেরার সুযোগ আছে ঋদ্ধির সামনে। এমনটাই দাবি করলেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। যদিও এবার রঞ্জিতেই খেলছেন না ঋদ্ধি।
শনিবার শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্ট দল থেকে বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা এবং ঋদ্ধিমান সাহা। ৩৭ বছরের ঋদ্ধিকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষত নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রান করেছিলেন। তাহলে তাঁকে বয়সের কারণে বাদ দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে মুখ খুলতে চাননি চেতন। তিনি জানান, বয়স তো একটা বিষয়। একটা সময় পরে তরুণদের সুযোগ দিতে হয়। কিন্তু কারও জন্য ভারতীয় দলের দরজা বন্ধ করা হয়নি।
তাহলে কোনও ভিত্তিতে ঋদ্ধিকে বাদ দেওয়া হয়েছে? তা নিয়ে নির্বাচক কমিটির প্রধান বলেন, ‘কোনও ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে, সেটা তো আমি আপনাদের বলতে পারব না। সেটা আলোচনা করেছে নির্বাচক কমিটি। আমি শুধু এটা বলতে পারি যে ওই চারজনকে শ্রীলঙ্কা সিরিজের জন্য বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি। আমরা তাদের অনুরোধ করেছি। আমি সকলের সঙ্গে কথা বলেছি। ওদের রঞ্জি ট্রফিতে খেলার অনুরোধ জানিয়েছি। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরাও দেখতে চাই যে এতদিন ম্যাচ না খেলার পর খেলোয়াড়রা কতটা ছন্দে আছে। রঞ্জি ট্রফি তো আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসার ক্ষেত্রে একটা মই।’
তবে ঋদ্ধিকে যে ভারতীয় দলে রাখা হচ্ছে না, তা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। তারইমধ্যে ঋদ্ধি এবার রঞ্জিও খেলছেন না। তবে ঋদ্ধি কেন রঞ্জিতে খেলছেন না, তা নিয়ে মুখ খুলতে চাননি জাতীয় নির্বাচক কমিটির প্রধান। তিনি জানান, কেন ঋদ্ধিমান রঞ্জি ট্রফিতে খেলছেন না, তা সিএবি বলতে পারে। কেউ খেলতে না চাইলে, সেটায় হস্তক্ষেপ করতে পারবে না বিসিসিআই।