RG Kar Protest: সন্দীপের আমলে অর্ডার দেওয়া গ্লাভস এসে পৌঁছল আরজি করে, রাবারের গায়ে রক্ত!

 আরজি করে আরও চাঞ্চল্যকর অভিযোগ। আরজি করে রক্তমাখা গ্লাভস আনা হয়েছে। বেশিরভাগ গ্লাভসই রক্তমাখা। এই গ্লাভস ব্যবহার করেই রোগীর চিকিত্‍সা হবে।

  

2/5

আরজি করে চাঞ্চল্যকর অভিযোগ

RG Kar Hospital

অভিযোগ, ওই গ্লাভস পরে রোগীদের চিকিৎসা করা হলে সংক্রমণের সম্ভাবনা থেকে যাবে। এগুলো থেকে এইচআইভি, হেপাটাইটিসের মতো রোগ ছড়াতে পারে। চাঞ্চল্যকর অভিযোগ জুনিয়র চিকিত্‍সকদের। 

 

3/5

আরজি করে চাঞ্চল্যকর অভিযোগ

RG Kar Hospital

জুনিয়র চিকিত্‍সকদের অভিযোগ নিয়ে বিবৃতি স্বাস্থ্য সচিবের। তদন্ত চান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরকে তদন্ত করে দেখতে বলা হয়েছে।

  

4/5

আরজি করে চাঞ্চল্যকর অভিযোগ

RG Kar Hospital

ওই রক্তমাখা গ্লাভসগুলি আলাদা করে সরিয়ে রাখতে বলা হয়েছে। পরীক্ষার জন্য এই সরবরাহ আলাদা রাখতে বলা হয়েছে। বিবৃতি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের। 

  

5/5

আরজি করে চাঞ্চল্যকর অভিযোগ

RG Kar Hospital

এদিকে ধর্মতলার অনশনের একশো ঘণ্টা পার। স্বাস্থ্য ভবনে বৈঠকের পরেও অনশনে অনড় সাতজন চিকিত্‍সক।  জুনিয়রদের দাবি নিয়ে রাজ্য সরকার সংবেদনশীল হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.