রাতে সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ, পানশালা, কার্ফু ১১টা থেকে

করোনা সংক্রমণের হার কিছুটা কমতেই রাজ্যে বিধিনিষেধও শিথিল করা হল। রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় পানশালা, রেস্তোরাঁর সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয়েছে। রাত ৮টা নয়, সেক্ষেত্রে রাত সাড়ে ১০টা পর্যন্ত রেস্তোরাঁ, পানশালা খোলা থাকবে।

গত ১৩ অগস্ট থেকে করোনায় বিধিনিষেধের নির্দেশিকা নতুন করে জারি করে রাজ্য সরকার। সেখানেই রেস্তোরাঁ ও পানশালার খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়। তবে এখনই গভীর রাত পর্যন্ত পানশালা খুলে রাখার কোনও প্রশ্ন নেই। কারণ, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি থাকছে। এছাড়াও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এখনই লোকাল ট্রেন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কোনও প্রশ্ন নেই। যত সংখ্যক লোকাল ট্রেন এখন চলছে, তত সংখ্যকই এখন চলছে। পাশাপাশি সিনেমা হল, থিয়েটার হল ৫০ শতাংশ যাত্রী নিয়ে খোলার অনুমতি দেওয়া হয়েছে।

কিছুদিন আগে পার্ক স্ট্রিটে একটি হোটেল গভীর রাত পর্যন্ত নাইট পার্টি করার অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতারও করা হয়। এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সরকার এই বিষয়ে সতর্ক হয়ে যায়। করোনা আবহে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য রাতে শহরের বুকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বেশ কয়েক সপ্তাহ ধরে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার ৬০০ থেকে ৮০০–এর মধ্যে ঘোরাফেরা করছে। সংক্রমণের হার নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও তৃতীয় ঢেউ রাজ্যের বুকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছেই। তাই এখন রাজ্যে করোনা বিধিনিষেধ শিথিল করার পথে হাঁটতে চায় না রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.