লন্ডনের পোপলারের বার্টলেট পার্কের একটি পোস্টার ঘিরে সে দেশে বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অজ্ঞাত পরিচয় কিছু ধর্মোম্মাদ অমানুষের লাগানো ঐ পোস্টারে লেখা আছে ” এখানে আপনাদের কুকুর আনবেন না, এটা মুসলমান এলাকা, মুসলমানেরা কুকুর ভালোবাসেন না”।  


পোপলার এবং লাইমহাউসের শ্রম সাংসদ জিম ফিৎসপ্যাট্রিক টাওয়ার হ্যামলেট মেয়র লুৎফুর রহমানকে একটি চিঠি লিখে বলেন, উক্ত কাজটি ইসলামপন্থী বা অন্য কোনও উগ্রপন্থী সংস্থা করেছে কিনা তা নির্ধারণের জন্য তদন্ত করতে।  টাওয়ার হ্যামলেট বরো কমান্ডার ডেভ স্ট্রিংগার বলেছিলেন, ‘আমরা এবিষয় তদন্ত করছি এবং এলাকায় জনগোষ্ঠীর আশ্বাস এবং আস্থা বজায় রয়েছে তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত টহল দিচ্ছি।’
 কথা হল ব্রিটিশদের ঐতিহ্য সেদিনই শেষ হয়েছিল যেদিন লন্ডনে মুসলিমরা দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ হয়।তারপর নানা সন্ত্রাসী আক্রমণের ফলে ভিত নড়ে যায় ।এখন প্রশ্ন হল ইউরোপের গতি কি হবে ?


https://metro.co.uk/2014/05/30/do-not-walk-your-dog-here-muslims-do-not-like-dogs-police-investigate-sign-in-east-london-park-4744993

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.