অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। রেল সূত্রে খবর, রক্সৌল থেকে নরকাটিয়াগঞ্জের দিকে যাচ্ছিল যাত্রীবাহী ট্রেনটি। সোমবার ওয়েস্ট চম্পারন জেলায় একটি স্টেশনের কাছে হঠাৎ করেই ট্রেনের চাকাটি লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু বড় দুর্ঘটনা বা প্রাণহানির হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রেনটি। সূত্রের খবর, রেললাইন পরিবর্তন করার সময় নারকাটিয়াগঞ্জ- রক্সৌল(০৫২১০) ট্রেনটির চাকা লাইনচ্যুত হয়ে যায়। কুমারবাগ স্টেশনের কাছেই এই ঘটনা ঘটে। তবে সমস্তিপুর রেলওয়ে ডিভিশনের ডিআরএম অশোক মহেশ্বরী বলেন, কোনও হতাহতের খবর নেই। রেল সূত্রে খবর, রেল চলাচলে আপাতত কোনও বিঘ্ন ঘটেনি।
কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল তা জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই রেলকর্তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। ঘটনাস্থলটি ইস্ট সেন্ট্রাল রেলওয়ের আওতায় সমস্তিপুর রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। গোটা ঘটনার তদন্ত করে দেখছেন তাঁরা। তবে অভিজ্ঞ মহলের মতে, ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ার জেরে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেয়েছেন। এদিকে গোটা ঘটনায় ফের রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।