একের পর এক হুমকির ফলে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে। উড়ো ই-মেইলে হুমকি দেওয়া হয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে মুক্তি দেওয়া না হলে এবং ৫০০ কোটি টাকার দাবি মেটানো না হলে খুন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এছাড়াও বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে এই হুমকির ই-মেইলে আসে। এই মেল কে পাঠিয়েছেন তার কোনো উল্লেখ না থাকলেও যেহেতু বিষ্ণোইকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে, তাই মনে করা হচ্ছে বিষ্ণোইর অনুগামী এই ই-মেইল পাঠিয়েছে।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে হুমকির ই-মেইল পাওয়ার পরেই সতর্ক করা হয়েছে মুম্বাই পুলিশকে। নিরাপত্তা কঠোর করা হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যেখানে বিশ্বকাপের ৫টি খেলা হতে চলেছে। তবে হুমকির মেলে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্কতা বাড়ানো হচ্ছে সমস্ত স্টেডিয়ামেই।
পুলিশের তরফে ই-মেইল কোথা থেকে এসেছে তার উৎস খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে। হুমকির ই- মেইলে বলা হয়েছে, “ভারতের সবকিছুই বিক্রি হয় তাই আমরাও কিছু জিনিস কিনতে চাইছি, তোমাদের সরকারের কাছ থেকে ৫০০ কোটি টাকা এবং লরেন্স বিষ্ণোই মুক্ত না হলে নরেন্দ্র মোদীকে উড়িয়ে দেওয়া হবে। মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে। যোগাযোগ করতে হলে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার কথা বলা হয়েছে সেখানে।
এর আগে সালমান খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে ওঠে লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুন ও কানাডার ওটাওয়ার সুখদল সিং এর হত্যার দায় স্বীকার করেছিলেন লরেন্স বিষ্ণুই। ফলে তার মুক্তির দাবি জানিয়ে হুমকির মেইল পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে।