রেকর্ড গড়ল জ্বালানির দাম! বাড়তে পারে উড়ানের টিকিটের মূল্য

1/5বেড়েছে বিমানের জ্বালানির দাম। আর সেই কারণেই বাড়তে পারের উড়ানের টিকিটের মূল্য। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)

নয়াদিল্লিতে এভিয়েশন টারবাইন জ্বালানির(ATF) দাম ৫% বেড়েছে। রেকর্ড হাই হয়েছে তেলের দাম। প্রতীকী ছবি: এএফপি (AFP)
2/5নয়াদিল্লিতে এভিয়েশন টারবাইন জ্বালানির(ATF) দাম ৫% বেড়েছে। রেকর্ড হাই হয়েছে তেলের দাম। প্রতীকী ছবি: এএফপি (AFP)
মিন্টের রিপোর্ট অনুযায়ী, জাতীয় রাজধানীতে এটিএফের দাম এখন লিটার প্রতি ১২৩.০৩ টাকা। প্রতীকী ছবি: এপি (AP)
3/5মিন্টের রিপোর্ট অনুযায়ী, জাতীয় রাজধানীতে এটিএফের দাম এখন লিটার প্রতি ১২৩.০৩ টাকা। প্রতীকী ছবি: এপি (AP)
২০২২ সালের শুরু থেকেই, জেট ফুয়েলের দাম প্রতি সপ্তাহে বেড়েছে। ১ জানুয়ারি থেকে বিমানের জ্বালানির দাম ৫০%-এরও বেশি বেড়েছে। প্রতীকী ছবি: রয়টার্স (REUTERS)
4/5২০২২ সালের শুরু থেকেই, জেট ফুয়েলের দাম প্রতি সপ্তাহে বেড়েছে। ১ জানুয়ারি থেকে বিমানের জ্বালানির দাম ৫০%-এরও বেশি বেড়েছে। প্রতীকী ছবি: রয়টার্স (REUTERS)
এয়ারলাইন্সের মোট খরচের প্রায় ৪০%-ই জ্বালানি খরচ। ফলে ধুঁকতে থাকা এয়ারলাইন শিল্পে যে এর তীব্র প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য। পরিস্থিতি সামাল দিতে তাই টিকিটের দাম বাড়াতে বাধ্য হতে পারে সংস্থাগুলি। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (Sanjeev Verma/HT PHOTO)
5/5এয়ারলাইন্সের মোট খরচের প্রায় ৪০%-ই জ্বালানি খরচ। ফলে ধুঁকতে থাকা এয়ারলাইন শিল্পে যে এর তীব্র প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য। পরিস্থিতি সামাল দিতে তাই টিকিটের দাম বাড়াতে বাধ্য হতে পারে সংস্থাগুলি। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (Sanjeev Verma/HT PHOTO)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.