‘সব বিকল্পের জন্য প্রস্তুত থাকতে হবে’, তালিবানের সঙ্গে বৈঠক নিয়ে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। মোহন ভাগবত তাঁর বিজয়দশমী বক্তৃতায় ভারতের সমস্ত বিপদের তালিকা তুলে ধরেন। সেই তালিকায় নাম ছিল তালিবান, চিন, পাকিস্তান, সন্ত্রাস, ওষুধ, ওটিটি প্ল্যাটফর্ম, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং ক্রিপ্টোকারেন্সির।
উল্লেখ্য, তালিবানের সঙ্গে আলোচনার জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার মধ্যস্থতায় এই বৈঠক হতে চলেছে আগামী সপ্তাহে। এই আবহে মোহন ভাগবতের সতর্কবাণী, ‘ভারতকে সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘তালিবান হয়তো বদলে গিয়েছে, কিন্তু পাকিস্তান কি বদলেছে? চিন কি ভারতের প্রতি তার উদ্দেশ্য পরিবর্তন করেছে? হৃদয় পরিবর্তনের সম্ভাবনা, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বিবেচনা করেই আমাদের এখনও প্রস্তুত থাকতে হবে।’ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে জম্মু ও কাশ্মীরে হিন্দু-শিখদের হত্যা প্রসঙ্গেও মুখ খোলেন ভআগবত। আরএসএস প্রধান বলেন, ‘জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসীরা জাতীয় মনোভাবের মানুষদের, বিশেষ করে হিন্দুদের মনোবল কমাতে এই হামলা চালাচ্ছে। উপত্যকায় সন্ত্রাসের রাজত্ব পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা সহিংসতা শুরু করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন ও শেষ করার প্রচেষ্টা আরও দ্রুততার সঙ্গে করা প্রয়োজন।’
এদিকে দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মোহন ভাগবত। তাঁর কথায়, ‘দেশের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে নিকট ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি হবে। তাই এই চ্যালেঞ্জের কথা যথাযথভাবে চিন্তা করা উচিত।’ এদিকে বাংলায় ‘জনসংখ্যার ভারসাম্য’ নষ্ট হয়েছে বলে দাবি তুলে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে হিংসাত্মক ঘটনা ঘটেছে। তাতে হিন্দুদের উপর সরকার অত্যাচার করেছে। জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়েছে।’